Gold Price in Kolkata: রেকর্ড হারে বাড়ছে সোনার দাম, আজ কিনলে কত পড়বে? রইল রেট

বেশ কিছুদিন ধরেই সোনা-রুপোর দাম ওঠানামা করছে। এদিকে, শুক্রবার আগের তুলনায় আরও দামি হল সোনা। আজ দেশে সোনার দাম রয়েছে ৮০,৪৩০ টাকা। রুপোর দাম প্রতি কেজি ৯১,২৬৫ টাকায় পৌঁছেছে। কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?

Advertisement
রেকর্ড হারে বাড়ছে সোনার দাম, আজ কিনলে কত পড়বে? রইল রেটআজকের সোনার দাম

বেশ কিছুদিন ধরেই সোনা-রুপোর দাম ওঠানামা করছে। এদিকে, শুক্রবার আগের তুলনায় আরও দামি হল সোনা। আজ দেশে সোনার দাম রয়েছে ৮০,৪৩০ টাকা। রুপোর দাম প্রতি কেজি ৯১,২৬৫ টাকায় পৌঁছেছে। কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?

কলকাতায় আজ সোনার দাম কত?
আজ, শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮০, ৭৫০ টাকা। পাকা সোনার বাটের দাম ৮০, ৩৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গতকাল বৃহস্পতিবারও একই দাম ছিল। আজ দাম অপরিবর্তিত রয়েছে। 

চলতি মাস থেকেই হু হু করে বাড়ছে সোনার দাম। বিয়ের মরশুম শুরু হতেই দামবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। তবে যে হারে দাম বাড়ছে তাতে মাথায় হাত ক্রেতাদের। উপহার বা বিয়ের জন্য গয়না কিনতে গিয়ে পকেটে টান পড়ছে। 

সোনার বিশুদ্ধতা পরীক্ষা করবেন কীকরে?
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ISO (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন) দ্বারা হল মার্ক দেওয়া হয়। ২৪ ক্যারেট সোনার গয়নার ওপর ৯৯৯, ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের ওপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের ওপর ৭৫০ লেখা রয়েছে। বেশিরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। কিছু মানুষ ১৮ ক্যারেটও ব্যবহার করে। ক্যারেট ২৪ এর বেশি হয় না এবং ক্যারেট যত বেশি হয়, সোনা তত বেশি খাঁটি হয়।
 

POST A COMMENT
Advertisement