Gold Price Today: সোনার দামে সামান্য বদল, কলকাতায় ১০ গ্রামের দাম কত? জানুন

Gold Rate Today 17 May, 2025: সোনার দামে ফের বদল। অপারেশন সিঁদুরের পর থেকে লাগাতার কমছিল দাম। শনিবার সামান্য বাড়ল সোনার দাম। তবে দিন কয়েক যেভাবে সোনার দাম বাড়ছিল সেই তুলনায় কমই আছে। আজ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত? জানুন।

Advertisement
সোনার দামে সামান্য বদল, কলকাতায় ১০ গ্রামের দাম কত? জানুনআজকে সোনার দাম

সোনার দামে ফের বদল। অপারেশন সিঁদুরের পর থেকে লাগাতার কমছিল দাম। শনিবার সামান্য বাড়ল সোনার দাম। তবে দিন কয়েক যেভাবে সোনার দাম বাড়ছিল সেই তুলনায় কমই আছে। আজ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত? জানুন।

আজ কলকাতায় সোনার দাম কত?
আজ, শনিবার অর্থাৎ ১৭ মে কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় খানিকটা বেড়েছে। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৮৯, ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮৯, ২৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম রয়েছে ৯৩, ৪৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।

গতকাল কমেছিল দাম
১৬ মে, শুক্রবার, সকালে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ছিল ৮৮, ০০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯২, ৫৫০ টাকা। পাকা সোনার বাটের দাম ছিল ৯২, ১০০ টাকা। 

আগামী কয়েকদিন দাম কমই থাকবে?
সোনার দাম কি আরও কমবে নাকি? জানা গেছে আমেরিকা এবং চিনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন আগামী সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বৈঠকে বসবে। ইরানের সংকটও কমে আসছে। যে কারণে কম অনেকটা কমেছে।
 

POST A COMMENT
Advertisement