Gold Price Today: শনিতে সোনায় সোহাগা, অনেকটা কমল দাম; জানুন আজকের রেট

ভাদ্র মাস শুরু হওয়ার পর থেকেই সোনার বাজারে সোনা ও রুপোর দামে বড় কোনও ওঠানামা হয়নি। ২৩ অগাস্ট বাজার খোলার পর সোনার দাম খানিকটা বেড়েছে। সোনা ও রুপোর দামে আবারও পরিবর্তন এসেছে। টানা কয়েকদিন পতনের পর, আবারও দাম বেড়েছে। 

Advertisement
শনিতে সোনায় সোহাগা, অনেকটা কমল দাম; জানুন আজকের রেটআজকের সোনার দাম

ভাদ্র মাস শুরু হওয়ার পর থেকেই সোনার বাজারে সোনা ও রুপোর দামে বড় কোনও ওঠানামা হয়নি। ২৩ অগাস্ট বাজার খোলার পর সোনার দাম খানিকটা বেড়েছে। সোনা ও রুপোর দামে আবারও পরিবর্তন এসেছে। টানা কয়েকদিন পতনের পর, আবারও দাম বেড়েছে। 

আজ সোনার দাম কত?
আজ, কলকাতায় ২৩ অগাস্ট, শনিবার ২২ ক্যারেট প্রতি গ্রামের দাম রয়েছে ৯, ৩১৫ টাকা। ২৪ ক্যারেট প্রতি গ্রাম রয়েছে ১০, ১৬২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম রয়েছে ৭, ৬২১ টাকা। এর সঙ্গে জিএসটি যোগ হবে।

২২ অগাস্ট ২২ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ছিল ৯২, ১৫০ টাকা। ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১,০০,৫৩০ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ৭৫ হাজার ৪০০ টাকা।

গত তিন সপ্তাহ পর সোনার দাম ক্রমাগত কমছে। আগের তুলনায় অনেকটাই কম। মার্কিন-রাশিয়ার বৈঠকে ইউক্রেন নিয়ে আলোচনার পর কোনও স্পষ্ট সমাধান আসেনি। ফলে সোনার দাম অস্থিরতা বহাল থাকে। তবে আলোচনা ইতিবাচক ছিল। বিশ্ব জুড়ে শান্ত থাকলে সোনার দাম কমে। অন্যদিকে, যুদ্ধ, অশান্তি লেগে থাকলে দাম বৃদ্ধি পেতে পায়। তাই বিশ্ববাজার এখন কিছুটা স্থিতিশীল হওয়ার সোনার দাম খানিকটা কমেছে।

POST A COMMENT
Advertisement