Gold Price Update: সপ্তাহজুড়ে সস্তা হল সোনা, ১০ গ্রামের লেটেস্ট দাম জানুন

২০২৫ সালে সোনার বাজারে চরম ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বছরের শুরুর দিকে সোনা তার ইতিহাসে প্রথমবার প্রতি ১০ গ্রামে ১,০১,০৭৮ ছুঁয়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। তবে এর পরই দাম নিম্নমুখী হয়। গত এক সপ্তাহে আবার ধীরে ধীরে দাম বাড়তে শুরু করেছে।

Advertisement
সপ্তাহজুড়ে সস্তা হল সোনা, ১০ গ্রামের লেটেস্ট দাম জানুন
হাইলাইটস
  • ২০২৫ সালে সোনার বাজারে চরম ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
  • বছরের শুরুর দিকে সোনা তার ইতিহাসে প্রথমবার প্রতি ১০ গ্রামে ১,০১,০৭৮ ছুঁয়ে সর্বোচ্চ দামে পৌঁছায়।

২০২৫ সালে সোনার বাজারে চরম ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বছরের শুরুর দিকে সোনা তার ইতিহাসে প্রথমবার প্রতি ১০ গ্রামে ১,০১,০৭৮ ছুঁয়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। তবে এর পরই দাম নিম্নমুখী হয়। গত এক সপ্তাহে আবার ধীরে ধীরে দাম বাড়তে শুরু করেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) অনুসারে, ৪ জুলাই ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৯৬,৯৯০, যা ১১ জুলাই বেড়ে পৌঁছায় ৯৭,৮৩০, এক সপ্তাহে বেড়েছে ৮৪০।

ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশীয় বাজারেও একই প্রবণতা দেখা গেছে। ৪ জুলাই ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯৭,০২১, যা ১১ জুলাই বেড়ে হয়েছে ৯৭,৫১০। অর্থাৎ বেড়েছে ৪৮৯। তবুও, সোনার দাম এখনো সর্বোচ্চ মূল্যের চেয়ে ৩,২৪৮ কমে রয়েছে, ফলে বিনিয়োগ বা কেনার জন্য এখনও সুবিধাজনক সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে বিভিন্ন ক্যারেটের সোনার দাম অনুযায়ী—২২ ক্যারেট প্রতি ১০ গ্রামে ৯৫,১৭০, ২০ ক্যারেট ৮৬,৭৮০, ১৮ ক্যারেট ৭৮,৯৮০ এবং ১৪ ক্যারেট ৬২,৮৯০। তবে এসব দামে ৩% জিএসটি ও মেকিং চার্জ যুক্ত হলে শেষ দাম আরও বাড়ে।

সোনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখে নেওয়া উচিত। যেমন ২৪ ক্যারেটে ৯৯৯, ২২ ক্যারেটে ৯১৬, এবং ১৮ ক্যারেটে ৭৫০ নম্বর থাকে। সব মিলিয়ে, যাঁরা সোনা কিনতে চাইছেন বা বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য এই মুহূর্তটি বেশ উপযোগী।


 

POST A COMMENT
Advertisement