সোনার দাম বাড়ল।সোনার দাম ফের লাগামছাড়া। আবারও ১ লাখের গণ্ডি পার করে ফেলল সোনা। সম্প্রতি সোনার দাম খানিকটা কমেছিল। কিন্তু ফের একলাফে বেড়ে গেল দাম। যার জেরে বিপাকে স্বর্ণ ব্যবসায়ীরা। সোনা কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা। গত কয়েক দিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তারপর ওঠানামা করলেও সোনার দাম চড়াই ছিল। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কতটা সস্তা, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ২৬৫ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ২৫০ টাকা। অর্থাৎ, সোনার দাম বাড়ল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০ হাজার ১০৮ টাকা। গতকাল দাম ছিল ১০ হাজার ৯১ টাকা। ফলে সোনার দাম বাড়ল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৯২ হাজার ৬৫০ টাকা। গতকাল দাম ছিল ৯২ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখ ১ হাজার ৮০ টাকা। গতকাল ছিল ১ লাখ ৯১০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্ষয় তৃতীয়ার আগেও সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।