বিয়ের মরশুম ও অক্ষয় তৃতীয়ার আগে রেকর্ড স্পর্শ করা সোনার দাম আজ অনেকটাই কমল। মঙ্গলবার প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনা এক ধাক্কায় ২৭০০ টাকা কমে ৯৫,৭৮৪ টাকা হয়েছে, যা জিএসটি-সহ মূল্য নয় (IBJA)। এর ফলে ক্রেতারা ১০০০–২০০০ টাকার নীচে সোনা কিনতে পারছেন, মেকিং চার্জ আলাদা।
২৪ ক্যারেটের মতোই ২৩ ক্যারেট সোনাও ২৬৯০ টাকা নেমে ৯৫,৪০০ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারেট স্পট রেট ২৪৭৩ টাকা কমে ৮৭,৭৩৮ টাকায়, ১৮ ক্যারেট ২০২৫ টাকা কমে ৭১,৮৩৮ টাকায় এবং ১৪ ক্যারেট ১৭৭৯ টাকা পড়েছে ৫৬,০৩৪ টাকায়।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ৫ জুনের ফিউচারে সোনার দাম প্রথমে প্রায় ২২০০ টাকা লাফিয়ে ৯৫০০০ টাকার নিচে আসে। বর্তমানে MCX-এ ২৪ ক্যারেট সোনার দাম ১৮২০ টাকার পতনে ৯৫,৫২০ টাকা। রূপার দাম বৃদ্ধি পেয়ে ১ কেজিতে ২৬২ টাকা চড়িয়ে ৯৬,১৪১ টাকায় লেনদেন হচ্ছে।
গতকাল সোনা ইতিহাস গড়েছিল—বুলিয়ন ও MCX-এ ১ লক্ষ ছাড়িয়ে। তবে আজ তা ধরে রাখতে পারেনি। বাজার সংশোধন চলবে কি না, মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক স্বর্ণমূল্য নির্ভর করবে আগামী দিনগুলোয়।