Gold Price Update: ফের বাড়ল সোনার দাম, আজ কলকাতায় Gold Rate কত?

সোনার দাম ফের বেড়ে গেল। চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কয়েক বার সোনার দাম লাখের গণ্ডি পার করেছিল। তারপরে দাম কিছুটা থিতু হলেও ফের লাফিয়ে বাড়ল দাম। বিয়ের মরশুমে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে অনেকেই। মঙ্গলবার কলকাতায় সোনার দাম গতকালের তুলনায় আরও বাড়ল।

Advertisement
ফের বাড়ল সোনার দাম, আজ কলকাতায়  Gold Rate কত?সোনার দাম আরও বাড়ল।
হাইলাইটস
  • সোনার দাম ফের বেড়ে গেল।
  • চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
  • মঙ্গলবার কলকাতায় সোনার দাম গতকালের তুলনায় আরও বাড়ল।

সোনার দাম ফের বেড়ে গেল। চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কয়েক বার সোনার দাম লাখের গণ্ডি পার করেছিল। তারপরে দাম কিছুটা থিতু হলেও ফের লাফিয়ে বাড়ল দাম। বিয়ের মরশুমে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে অনেকেই। মঙ্গলবার কলকাতায় সোনার দাম গতকালের তুলনায় আরও বাড়ল। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ হবে, জেনে নিন বিশদে... 

কলকাতায় সোনার দাম কত? 

মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৩৭০ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ২৯৫ টাকা। অর্থাৎ, সোনার দাম বাড়ল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০ হাজার ২২২ টাকা। গতকাল দাম ছিল ১০ হাজার ১৪০ টাকা। ফলে সোনার দাম বাড়ল।

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৯৩ হাজার ৭০০ টাকা। গতকাল দাম ছিল ৯২ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২ হাজার ২২০ টাকা। গতকাল ছিল ১ লক্ষ ১ হাজার ৪০০ টাকা। 

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল।  গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রুপোর দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।
 

POST A COMMENT
Advertisement