GST 2.0, GST Reform Bikes: উৎসবের মরসুমে দেশের বাইক, স্কুটার ক্রেতাদের মুখে হাসি। সোমবার থেকে নতুন GST 2.0 চালু করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী, দুই চাকার যানবাহনের উপরে জিএসটি হ্রাস পাচ্ছে। ফলে পুজোর আগে থেকেই জনপ্রিয় মোটরসাইকেল ও স্কুটারের দাম কমবে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে জিএসটি হার ২৮ শতাংশ থেকে নেমে ১৮ শতাংশ হয়েছে। অর্থাৎ হিরো স্প্লেন্ডার(Hero Splendor price), হোন্ডা অ্যাক্টিভা, বাজাজ পালসার, টিভিএস অ্যাপাচে বা রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০, এই ধরনের জনপ্রিয় বাইকের দাম অনেকটাই কমবে। অন্যদিকে, ৩৫০ সিসির ওপরে প্রিমিয়াম বাইকগুলিতে নতুন নিয়মে ৪০ শতাংশ ট্যাক্স চাপবে।
অর্থমন্ত্রকের হিসাব বলছে, দেশের প্রায় ৯৮ শতাংশ টু হুইলার বাজারই ৩৫০ সিসির নিচের মডেলের। তাই এই ছাড়ে সর্বাধিক লাভবান হবেন সাধারণ ক্রেতারাই। উৎসবের মরসুমে বাইক ও স্কুটারের বিক্রি বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিভিন্ন সংস্থাও ইতিমধ্যেই দাম কমানোর বিষয়ে ঘোষণা করেছে।
বাজাজ অটোর (Bajaj) প্লাটিনা ১১০ এর দাম প্রায় ৫,৫০০ টাকা কমে হতে চলেছে ৬৬,০০৭ টাকা। বাজাজ ও কেটিএম মডেলে সর্বাধিক ২০,০০০ টাকা ছাড় দিচ্ছে সংস্থা।
টিভিএস মোটরস বিভিন্ন মডেলে ২২,০০০ টাকা পর্যন্ত দাম কমিয়েছে। টিভিএস জুপিটার ১২৫ এর নতুন দাম হবে প্রায় ৭০,৬৬৭ টাকা। এনটর্ক ১২৫ এর দামও প্রায় ৭,০০০ টাকা কমছে।
সুজুকি র মডেলগুলিতে ১৮,০০০ টাকা পর্যন্ত দাম কমছে। বার্গম্যান স্ট্রিট ১২৫ প্রায় ৭৫,৫৫৬ টাকায় পাওয়া যাবে।
রয়্যাল এনফিল্ড এর ৩৫০ সিসি রেঞ্জে ২২,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। হান্টার ৩৫০ এ ১৫,০০০, ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350) ১৬,৫০০ আর মিটিওর ৩৫০ এ প্রায় ১৯,০০০ টাকা কমবে।
হোন্ডা টু হুইলার এর সব জনপ্রিয় মডেলেই বড়সড় কাটতি। অ্যাক্টিভা(Honda Activa GST cut), ডিও, শাইন, লিভো থেকে শুরু করে সিবি ৩৫০ এইচ’নেস, আরএস মডেল পর্যন্ত সব কিছুর দাম ৫,০০০ থেকে ১৮,০০০ টাকারও বেশি কমছে।
শুধু বাইক বা স্কুটার নয়, নতুন জিএসটি সংস্কারে গাড়ি, টেলিভিশন, ইলেকট্রনিক্স, গৃহস্থালি জিনিসেও দাম কমবে। ২০১৭ সালের পর থেকে এটাকেই সবচেয়ে বড় জিএসটি সংস্কার বলে মনে করা হচ্ছে।