Activa থেকে Enfield, GST কমতেই দারুণ সস্তায় বাইক, স্কুটার, রইল হিসাব

মোটরসাইকেল, স্কুটারে জিএসটি কমেছে। এতদিন পর্যন্ত ২৮ শতাংশ হারে সব বাইক এবং স্কুটারে জিএসটি বসত। এবার সেই রেট নামিয়ে আনা হল ১৮ শতাংশে। ফলে ৩৫০ সিসি পর্যন্ত টু হুইলারের অনরোড দাম প্রায় ১০% মতো কম পড়বে।

Advertisement
 Activa থেকে Enfield, GST কমতেই দারুণ সস্তায় বাইক, স্কুটার, রইল হিসাবঅন রোড এখন আগের তুলনায় কম পড়বে।
হাইলাইটস
  • মোটরসাইকেল, স্কুটারে জিএসটি কমেছে।
  • এতদিন পর্যন্ত ২৮ শতাংশ হারে সব বাইক এবং স্কুটারে জিএসটি বসত।
  • এবার সেই রেট নামিয়ে আনা হল ১৮ শতাংশে।

GST Cut on Two-Wheelers: মোটরসাইকেল, স্কুটারে জিএসটি কমেছে। এতদিন পর্যন্ত ২৮ শতাংশ হারে সব বাইক এবং স্কুটারে জিএসটি বসত। এবার সেই রেট নামিয়ে আনা হল ১৮ শতাংশে। ফলে ৩৫০ সিসি পর্যন্ত টু হুইলারের অনরোড দাম প্রায় ১০% মতো কম পড়বে। মধ্যবিত্ত ক্রেতাদের জন্য যে এটা সুখবর, তা বলাই যায়। আগে সব বাইক এবং স্কুটারেই সমান হারে ২৮ শতাংশ জিএসটি বসত। ইঞ্জিন সাইজের উপর ভিত্তি করে কোনও আলাদা স্ল্যাব ছিল না। কিন্তু নতুন জিএসটি কাঠামোয় ৩৫০ সিসি পর্যন্ত বাইক ও স্কুটারে এখন ১৮ শতাংশ জিএসটি পড়বে। তবে ৩৫০ সিসির বেশি বাইকগুলির ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। ফলে বেশি দামের সেগমেন্টের ক্রেতাদের পকেটে চাপ বাড়বে। বিশ্লেষকরা বলছেন, এর পিছনে যুক্তি এই যে, ভারতে সাধারণত নিম্ন ও মধ্যবিত্তরাই ৩৫০ সিসির বাইক বেশি কেনেন। অন্যদিকে এর চেয়ে বেশি সিসির বাইকের দাম অনেকটাই। উচ্চবিত্তরাই তা কেনার ক্ষমতা রাখেন। ফলে তাঁদের ক্ষেত্রে ৪০% কর বসানো হয়েছে। 

স্কুটারের দাম কমবে
দেশের সবথেকে জনপ্রিয় স্কুটার হোন্ডা অ্যাক্টিভার অন রোড দাম কমল। দিল্লিতে এক্স শোরুম প্রাইস ছিল ৮১,০৪৫ টাকা। জিএসটি কমায় অন রোড আগের তুলনায় প্রায় ১২,৯৩৬ টাকা কম পড়বে। ফলে প্রথমবারের টু হুইলার ক্রেতাদের জন্য় এটি নিঃসন্দেহে সুখবর বলা যায়। 

কমিউটার সেগমেন্টেও পরিবর্তন
দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কমিউটার বাইক হিরো স্প্লেন্ডর প্লাস। দিল্লিতে এক্স শোরুম প্রাইস ৮০,১৬৬ টাকা থেকে শুরু। জিএসটি কমায় অনরোড দাম প্রায় ১২,০৫০ টাকা কম লাগবে আগের তুলনায়। দীর্ঘদিন ধরেই এই বাইক কমিউটার সেগমেন্ট দখল করে রেখেরছে। দাম কমায় বিক্রি আরও বাড়তে পারে বলে আশা করছেন ডিলাররা।

শখের বাইকেও বড় সাশ্রয়
রেট্রো স্টাইলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ৩৪৯ সিসি, অর্থাৎ নতুন কর কাঠামোয় এটিও সস্তার জিএসটি ব্র্যাকেটেই পড়ছে। চেন্নাইয়ে এক্স শোরুম প্রাইস ১.৯৭ লক্ষ টাকা থকে শুরু। আগের তুলনায় প্রায় ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত কম জিএসটি পড়বে। ফলে ক্লাসিক ৩৫০ এবং এর অন্যান্য মডেল আগের তুলনায় মধ্যবিত্তদের আরও নাগালের মধ্যে আসবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement