SBI New Scheme: ৩ বছরেই রিটার্ন ১ লাখ টাকা, SBI-এর ধামাকা স্কিম, কীভাবে আবেদন?

গ্রাহকদের জন্য দারুণ এক স্কিম নিয়ে এল SBI। নতুন এই স্কিমের নাম 'হর ঘর লাখপতি'। এটি রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম। এই প্রকল্পে প্রতি মাসে অল্প সঞ্চয় করে মোটা অঙ্কের টাকা পেতে পারবেন বিনিয়োগকারীরা। বেশি লাভবান হবেন প্রবীণরা। কারণ, তাঁরা বেশি সুদ পাবেন। 

Advertisement
৩ বছরেই রিটার্ন ১ লাখ টাকা, SBI-এর ধামাকা স্কিম, কীভাবে আবেদন?দারুণ স্কিম আনল SBI।
হাইলাইটস
  • গ্রাহকদের জন্য দারুণ এক স্কিম নিয়ে এল SBI।
  • নতুন এই স্কিমের নাম 'হর ঘর লাখপতি'।
  • এই প্রকল্পে প্রতি মাসে অল্প সঞ্চয় করে মোটা অঙ্কের টাকা পেতে পারবেন বিনিয়োগকারীরা।

গ্রাহকদের জন্য দারুণ এক স্কিম নিয়ে এল SBI। নতুন এই স্কিমের নাম 'হর ঘর লাখপতি'। এটি রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম। এই প্রকল্পে প্রতি মাসে অল্প সঞ্চয় করে মোটা অঙ্কের টাকা পেতে পারবেন বিনিয়োগকারীরা। বেশি লাভবান হবেন প্রবীণরা। কারণ, তাঁরা বেশি সুদ পাবেন। 

এই RD স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ৩ থেকে ১০ বছর। অর্থাৎ,  বিনিয়োগকারীরা এসবিআইয়ের এই স্কিমে ৩ বছর থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। 

এই স্কিমে কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

শিশু থেকে বয়স্ক নাগরিক সকলেই সহজেই এই স্কিমে তাদের অ্যাকাউন্ট খুলতে পারবে। ১০ বছর বা তার বেশি বয়সের বাচ্চারা যারা তাদের নামে স্বাক্ষর করতে পারে তারা যোগ্য। বাচ্চাদের অ্যাকাউন্ট তাদের বাবা-মা বা আইনী অভিভাবকের সঙ্গে খোলা যেতে পারে।

কত সুদ মিলবে?

SBI-এর এই বিশেষ RD স্কিমে সাধারণ বিনিয়োগকারীকে ৬.৭৫ শতাংশ সুদের প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ। যদি কোনও SBI কর্মী এই স্কিমে বিনিয়োগ করেন তবে তিনি ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

পাবেন ১ লক্ষ টাকা

এই স্কিমের ফলে ১ লক্ষ টাকা মিলবে। ৩ বছরের মেয়াদে ১ লক্ষ টাকা পেতে হলে প্রতি মাসে ২৫০০ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে সুদ অন্তর্ভুক্ত করার পরে, তিনি ম্যাচিউরিটিতে ১ লক্ষ টাকা পাবেন। কোনও গ্রাহক ১০ বছর মেয়াদ বাছাই করলে প্রতি মাসে মাত্র ৫৯১ টাকা বিনিয়োগ করতে হবে।  গ্রাহকরা তাঁদের কাছের SBI শাখায় গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।

প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হওয়া কিস্তি দেরিতে হলে জরিমানার বিধানও রাখা হয়েছে। স্কিমের অধীনে, ১০০ টাকায় ১.৫০ থেকে ২ টাকা লেট  ফি লাগু করা হতে পারে। একজন বিনিয়োগকারী যদি টানা ৬টি কিস্তি না দেন, তাহলে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং জমা হওয়া অর্থ তাঁর সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement