scorecardresearch
 

Hero Xtreme 125R: সস্তা, ব্যাপক মাইলেজও, বাজারে হিরোর নয়া ১২৫ সিসি-র বাইক, দাম কেমন?

Hero Xtreme 125R: ভারতে হিরো এক্সট্রিম ১২৫আর লঞ্চ করল হিরো মোটোকর্প। সময়ের সঙ্গে দেশের বাজারে ১২৫ সিসির গাড়ির চাহিদা বাড়ছে।

Advertisement
নতুন Hero Xtreme 125R লঞ্চ করল হিরো মোটোকর্প। নতুন Hero Xtreme 125R লঞ্চ করল হিরো মোটোকর্প।
হাইলাইটস
  • ভারতে হিরো এক্সট্রিম ১২৫আর লঞ্চ করল হিরো মোটোকর্প।
  • বর্তমানে ভারতের বাজারে এই সেগমেন্টের অন্যতম ভাল লুকসের মোটরবাইক বলা যেতে পারে। 
  • ১২৫ সিসির নতুন এয়ার-কুলড ইঞ্জিন পাবেন। 8,000 rpm-এ 11.5 bhp পাওয়ার জেনারেট করে।

Hero Xtreme 125R: ভারতে হিরো এক্সট্রিম ১২৫আর লঞ্চ করল হিরো মোটোকর্প। সময়ের সঙ্গে দেশের বাজারে ১২৫ সিসির গাড়ির চাহিদা বাড়ছে। এই সেগমেন্টে কম দামেই ভাল স্টাইল চাইছেন ক্রেতারা। সঙ্গে ভাল পিকআপও চাই। অর্থাৎ, রোজের অফিস যাতায়াত আর উইকেন্ডের ট্রিপ, দুই-ই হবে, এমন বাইকেরই চাহিদা বেশি বাজারে। সেই সেগমেন্টের কথা মাথায় রেখেই নতুন Hero Xtreme 125R লঞ্চ করেছে সংস্থা। 

বাইকের দামও নিঃসন্দেহে বেশ আকর্ষণীয়। তাছাড়া এই বাইকে কম দামেই এমন বেশ কিছু ফিচার রয়েছে, যা আরও দামি বাইকে দেখা যায়।

লুকস
'পেহলে দর্শনধারী...' ভারতীয় ক্রেতারা এখন আগের তুলনায় বেশি শৌখিন। তাই কম দাম বলে যা খুশি লুকস দিলে এখন আর চলবে না। বিশেষজ্ঞরা বলছেন, আর যা-ই হোক, Hero Xtreme 125R-এর লুকস বেশ ভাল। বর্তমানে ভারতের বাজারে এই সেগমেন্টের অন্যতম ভাল লুকসের মোটরবাইক বলা যেতে পারে। 

আরও পড়ুন

ইঞ্জিন
১২৫ সিসির নতুন এয়ার-কুলড ইঞ্জিন পাবেন। 8,000 rpm-এ 11.5 bhp পাওয়ার জেনারেট করে। সংস্থার দাবি, স্মুদ, ইনস্ট্যান্ট পিক-আপ দেবে এই ইঞ্জিন। সেই সঙ্গে এতে বিশেষ ইঞ্জিন ব্যালেন্সার প্রযুক্তিও(EBT) রয়েছে। 

পিকআপ
হিরোর দাবি, মাত্র ৫.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি/ঘণ্টার স্পিড তুলতে পারবে Hero Xtreme 125R। 

কত দেবে?
১২৫ সিসি কেনার সময়ে অনেকের অন্যতম শর্ত থাকে ভাল মাইলেজ। হিরোর দাবি, এই বাইকে ৬৬ কিলোমিটার মাইলেজ পাবেন। এতে Hero Motocorp-এর i3S আইডেল স্টপ-স্টার্ট টেকনোলজিও রয়েছে। 

ফিচার্স
Hero MotoCorp-এর অন্য মোটরসাইকেলের তুলনায় নতুন Hero Xtreme 125R আরও বেশি স্পোর্টি ও প্রিমিয়াম। সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম(ABS) এবং LED লাইট পাবেন। 

বাইকের হার্ডওয়্যার
৩৭ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। বাইকের সামনে একটি২৭৬ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে। টপ ভেরিয়েন্টে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং(ABS) পাবেন। 

Advertisement

দাম
Hero MotoCorp 125R IBS: ৯৫,০০০ টাকা
Hero MotoCorp 125R ABS: ৯৯,৫০০ টাকা

Advertisement