Splendor থেকে Xpulse, GST কমতেই হুড়মুড়িয়ে দাম কমল Hero র এই বাইকগুলির

Hero MotoCorp Price Cut: GST কমায় বাইকের দাম কমিয়ে দিল Hero MotoCorp। সংস্থা জানিয়েছে, কেন্দ্রের জিএসটি (GST) কমানোর পুরো সুবিধাটাই গ্রাহকরা পাবেন। অর্থাৎ, ২২ সেপ্টেম্বর থেকে হিরোর সমস্ত মোটরসাইকেল ও স্কুটারের দাম কমে যাচ্ছে।

Advertisement
Splendor থেকে Xpulse, GST কমতেই হুড়মুড়িয়ে দাম কমল Hero র এই বাইকগুলিরহিরোর বাইকের দাম কমছে।
হাইলাইটস
  • GST কমায় বাইকের দাম কমিয়ে দিল Hero MotoCorp।
  • সংস্থা জানিয়েছে, কেন্দ্রের জিএসটি (GST) কমানোর পুরো সুবিধাটাই গ্রাহকরা পাবেন।
  • অর্থাৎ, ২২ সেপ্টেম্বর থেকে হিরোর সমস্ত মোটরসাইকেল ও স্কুটারের দাম কমে যাচ্ছে।

Hero MotoCorp Price Cut: GST কমায় বাইকের দাম কমিয়ে দিল Hero MotoCorp। সংস্থা জানিয়েছে, কেন্দ্রের জিএসটি (GST) কমানোর পুরো সুবিধাটাই গ্রাহকরা পাবেন। অর্থাৎ, ২২ সেপ্টেম্বর থেকে হিরোর সমস্ত মোটরসাইকেল ও স্কুটারের দাম কমে যাচ্ছে। এক, দুই হাজার টাকা নয়। কিছু মডেলে ১৫,০০০ টাকারও বেশি ছাড় পাবেন। ফলে বাইক কিনেও হেলমেট, রাইডিং জ্যাকেট, মডিফিকেশনের টাকা থেকে যাবে পকেটে। তাই বেশি দেরি না করে আসুন, জেনে নেওয়া যাক, Hero র কোন বাইকের দাম, কত টাকা পর্যন্ত কমছে।

কোন মডেলের দাম কত কমল?
সবচেয়ে বড় সেভিংস Karizma 210 মডেলে। এক ঝটকায় কমছে ১৫,৭৪৩ টাকা। তার পরেই রয়েছে Xpulse 210 (১৪,৫১৬ টাকা কমছে), আর Xtreme 250R (১৪,০৫৫ টাকা কমছে)।

ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক Splendor+ । এখন আগের চেয়ে আরও সস্তায় পাবেন। একটু, আধটু নয়, তাও প্রায় ৬,৮২০ টাকা কমছে। একইভাবে কমিউটার সেগমেন্টের আরেক জনপ্রিয় বাইক HF Deluxe কমছে ৫,৮০৫ টাকা, আর Passion+ এর দাম নামছে ৬,৫০০ টাকা। ফলে পুজোর আগে বাইক কেনার প্ল্যান থাকলে এই সুযোগ!

স্কুটারেরও দাম কমল
শুধু বাইক নয়, হিরোর স্কুটারেও দারুণ ছাড় পাবেন। Pleasure+ ৬,৪১৭ টাকা কমেছে, Destini 125 ৭,১৯৭ টাকা কমেছে, আর Xoom 160 র দাম ১১,৬০২ টাকা কমে যাচ্ছে।

দাম কমার কারণ কী?
সম্প্রতি কেন্দ্র ৩৫০ সিসি র নিচের টু হুইলারে জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করে দিয়েছে। যেহেতু হিরোর সব বাইক ও স্কুটার এই সেগমেন্টেই পড়ে, তাই প্রতিটি মডেলেরই দাম কমেছে।

উৎসবের মরসুমে সুখবর 
সংস্থার দাবি, এই দাম কমানোর সিদ্ধান্তে উৎসব মরসুমে বাজার চাঙ্গা হবে। ভারতে সাধারণত এই দুর্গাপুজো ও দীপাবলির আগেই টু হুইলার বিক্রি বাড়ে। এবার সদ্য জিএসটি কমার ফলে আরও বেশি ক্রেতা Splendor+, HF Deluxe, Karizma র মতো মডেল কিনতে আগ্রহী হবেন।

POST A COMMENT
Advertisement