scorecardresearch
 

High Return Fixed Deposits: FD-তে ৮.৫% সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক, তরতরিয়ে বাড়বে পুঁজি

High Return Fixed Deposits: বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হারও অনেকটাই বেড়েছে। তাই অনেকেই এখন ব্যাঙ্কের স্থায়ী আমানতে টাকা রাখার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন। এই প্রতিবেদনে আজ এমন একটি ব্যাঙ্কের সম্পর্কে জেনে নেওয়া যাক, যেটি ফিক্সড ডিপোজিটে ৮.৫% সুদ দিচ্ছে...

Advertisement
FD-তে ৮.৫% সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক, তরতরিয়ে বাড়বে পুঁজি! FD-তে ৮.৫% সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক, তরতরিয়ে বাড়বে পুঁজি!
হাইলাইটস
  • বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হারও অনেকটাই বেড়েছে।
  • তাই অনেকেই এখন ব্যাঙ্কের স্থায়ী আমানতে টাকা রাখার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন।

High Return Fixed Deposits: রেপো রেট বৃদ্ধির পর বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হারও অনেকটাই বেড়েছে। তাই অনেকেই এখন ব্যাঙ্কের স্থায়ী আমানতে টাকা রাখার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন। এই প্রতিবেদনে আজ এমন একটি ব্যাঙ্কের সম্পর্কে জেনে নেওয়া যাক, যেটি ফিক্সড ডিপোজিটে ৮.৫% সুদ দিচ্ছে...

বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল। এই পরিবর্তিত সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের ক্ষেত্রে প্রযোজ্য এবং ৬ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হবে৷ এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য৷ এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে, ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দিচ্ছে। 

আরও পড়ুন: FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, দ্রুত বাড়বে সঞ্চয়

সাধারণ গ্রাহকদের জন্য বন্ধন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার:
•    ৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩%।
•    ১৫ দিন থেকে ৩০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩%।
•    ৩১ দিন থেকে দুই মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫০%।
•    দুই মাস থেকে তিন মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০%।
•    তিন মাস থেকে ছয় মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০%।
•    ছয় মাস থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০%।
•    এক বছর থেকে ৫৯৯ দিনের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.২৫%।
•    ৬০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮%।
•    ৬০১ দিন থেকে দুই বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.২৫%।
•    দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.২৫%।
•    তিন বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.২৫%।
•    পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৮৫%।

Advertisement

প্রবীণ নাগরিকদের জন্য বন্ধন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার:
•    ৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৭৫%।
•    ১৫ দিন থেকে ৩০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৭৫%।
•    ৩১ দিন থেকে দুই মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.২৫%।
•    দুই মাস থেকে তিন মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২৫%।
•    তিন মাস থেকে ছয় মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২৫%।
•    ছয় মাস থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২৫%।
•    এক বছর থেকে ৫৯৯ দিনের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫%।
•    ৬০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮.৫০%।
•    ৬০১ দিন থেকে দুই বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫%।
•    দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫%।
•    তিন বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫%।
•    পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৬০%।

বন্ধন ব্যাঙ্কের গ্রাহকগণ রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, গ্রাহকরা ঝামেলামুক্তভাবে কয়েক মিনিটের মধ্যেই এফডি বুক করতে পারবেন।

Advertisement