Fixed Deposit Update: ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ?

Highest Fixed Deposit interest Rates: যদি কোনও রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্কে স্থায়ী আমানতে বিনিয়োগের পরিকল্পনা থাকে, এখনই তার সেরা সময়। আজতক বাংলার এই প্রতিবেদনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC, ব্যাঙ্ক অফ বরোদা-সহ একাধিক ব্যাঙ্কের সুদের হার জানতে পারবেন। 

Advertisement
ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ?FD Rates
হাইলাইটস
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC, ব্যাঙ্ক অফ বরোদা-সহ একাধিক ব্যাঙ্কের সুদের হার জানতে পারবেন। 
  • তালিকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কসহ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার দেওয়া হল।
  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) গত কয়েক মাসে একাধিকবার রেপো রেট বৃদ্ধি করেছে।

Fixed Deposit Update: সম্প্রতি দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) গত কয়েক মাসে একাধিকবার রেপো রেট বৃদ্ধি করেছে। তার ফলে ব্যাঙ্কগুলিও গ্রাহকদের জন্য FD-র সুদের হার বাড়িয়েছে। ফলে যদি কোনও রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্কে স্থায়ী আমানতে বিনিয়োগের পরিকল্পনা থাকে, এখনই তার সেরা সময়। আজতক বাংলার এই প্রতিবেদনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC, ব্যাঙ্ক অফ বরোদা-সহ একাধিক ব্যাঙ্কের সুদের হার জানতে পারবেন। 

তালিকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কসহ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার দেওয়া হল। এক নজরে দেখে নিন বর্তমানে কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার কত।

ICICI ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার

৭ দিন থেকে ১০ বছরের FD-তে 4.75% থেকে 6.75% পর্যন্ত সুদের হার পাবেন। ১৫ মাসের ফিক্স ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার পাবেন- 7.25%। ২০ মে ২০২৩ থেকে এই সুদের হার কার্যকর। 

HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার

৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে 4.75% থেকে 7.75% পর্যন্ত সুদের হার পাবেন। ১ বছর থেকে ১৫ মাসে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭.৭৫% পর্যন্ত সুদ দেওয়া হবে। ২৭ মে ২০২৩ থেকে এই সুদের হার প্রযোজ্য। 

ব্যাঙ্ক অফ বরোদা(BoB))-র ফিক্সড ডিপোজিটে সুদের হার

ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ পাবেন ৩৯৯ দিনের মেয়াদে। প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.৭৫% সুদের হার পাবেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)-র ফিক্সড ডিপোজিটে সুদের হার

ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদে সর্বোচ্চ ৬.৫% সুদ পাবেন। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৫%। 

পঞ্জাব ন্যাশান ব্যাঙ্ক(PNB)-এর ফিক্সড ডিপোজিটে সুদের হার

পঞ্জাব ন্যাশান ব্যাঙ্কের সেরা স্কিম হল ৬৬৬ দিনের ফিক্সড ডিপোজিট। এই মেয়াদে সর্বোচ্চ সুদ পাবেন, ৭.০৫%। অন্যদিকে ১ বছরের FD-তে সুদের হার ৬.৭৫%।

Advertisement

 কানারা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার

৫ বছরের মেয়াদে ৭% সুদের হার পাবেন। ১ বছরের মেয়াদে ৭.২৫% সুদ পাবেন। 

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিটে সুদের হার

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ বছরের মেয়াদে ৬.৮০% হারে সুদ পাবেন। ৫ বছরের মেয়াদে সুদের হার ৭.২০%। 

YES ব্যাঙ্ক

৫ বছরের মেয়াদে ৭.৭৫% সুদের হার পাবেন। ১ বছরের মেয়াদে সর্বোচ্চ ৮% সুদ পাবেন। 

POST A COMMENT
Advertisement