CB350C Special Edition লঞ্চ করল Honda, Royal Enfield এর বিকল্প?

CB350C Special Edition: ভারতের মোটরসাইকেল বাজারে ঝড়। শুক্রবার CB350C Special Edition লঞ্চ করল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। এক্স শোরুম দাম ২,০১,৯০০ টাকা(বেঙ্গালুরু)।

Advertisement
CB350C Special Edition লঞ্চ করল Honda, Royal Enfield এর বিকল্প?জনপ্রিয় মোটরসাইকেলের স্পেশাল এডিশন লঞ্চ করল হোন্ডা।
হাইলাইটস
  • ভারতের মোটরসাইকেল বাজারে ঝড়।
  • শুক্রবার CB350C Special Edition লঞ্চ করল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া।
  • ৩৫০ সিসি বাইকের সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের কম্পিটিশন এই বাইক।

CB350C Special Edition: ভারতের মোটরসাইকেল বাজারে ঝড়। শুক্রবার CB350C Special Edition লঞ্চ করল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। এক্স শোরুম দাম ২,০১,৯০০ টাকা(বেঙ্গালুরু)। ৩৫০ সিসি বাইকের সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের কম্পিটিশন এই বাইক।

রেট্রো লুক, নতুন গ্রাফিক্স, কালার
CB350 র নতুন এডিশনের নাম CB350C। বাইকটি পেয়েছে রেট্রো স্টাইলের ছোঁয়া। ফুয়েল ট্যাঙ্ক, ফ্রন্ট ফেন্ডার ও রিয়ার ফেন্ডারে যোগ হয়েছে নতুন স্ট্রাইপ গ্রাফিক্স। থাকছে স্পেশাল এডিশন স্টিকার ও নতুন ডিজাইনের CB350C লোগো। রিয়ার গ্র্যাব রেল এখন ক্রোম ফিনিশড, আর সিট পাওয়া যাবে কালো বা ব্রাউন দুই রঙের অপশনে। বাইকটি বাজারে পাওয়া যাবে Rebel Red Metallic ও Matt Dune Brown, এই দুই কালার ভ্যারিয়েন্টে।

আধুনিক ফিচারের ছড়াছড়ি
এই নতুন এডিশনে থাকছে ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সঙ্গে Honda Smartphone Voice Control সিস্টেম। সুরক্ষার জন্য মিলছে ডুয়াল-চ্যানেল ABS, Honda Selectable Torque Control এবং অ্যাসিস্ট/স্লিপার ক্লাচ।
Honda CB350C special edition launched in India at Rs 2.02 lakh - India Today

ইঞ্জিন ও পারফরম্যান্স
ইঞ্জিন আগের মতোই ৩৪৮.৩৬ সিসি এয়ার-কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইউনিট। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে ২১ bhp শক্তি ৫৫০০ rpm-এ এবং ২৯.৫ Nm টর্ক ৩০০০ rpm এ। এর সঙ্গে জুড়েছে ৫-স্পিড গিয়ারবক্স। সংস্থার দাবি, ইঞ্জিন সম্পূর্ণভাবে BSVI OBD-2B এবং E20 ফুয়েল স্ট্যান্ডার্ডস-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Honda Cb350c Special Edition: Honda CB350C Special Edition Launched in  India at Rs 2.01 Lakh | Times Drive

বাজারে প্রভাব
৩৫০ সিসি বাইকের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে এই CB350C Special Edition সংস্থার বিক্রি বাড়াতে বড় ভূমিকা নেবে বলেই আশা হোন্ডার। ক্লাসিক লুকের সঙ্গে আধুনিক টেকনোলজির মিশ্রণ এই বাইককে প্রতিযোগিতায় আলাদা করে তুলতে পারে।

POST A COMMENT
Advertisement