Honda Scooter-Motorcycle Diwali Offer 2022 : দীপাবলিতে Honda স্কুটার-বাইকে Zero Down Payment অফার, আর অপেক্ষা কীসের?

Zero Down Payment এবং No Cost EMI-এর মতো সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনও পেমেন্ট না করেই বাড়তে আনতে পারেন নতুন বাইক বা স্কুটার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রয়েছে অফার। সংস্থার সবচেয়ে দুটি জনপ্রিয় মডেল হল হন্ডা অ্যাকটিভা ও হন্ডা শাইন। এছাড়া CD110 Dream Deluxe মডেলটিও যথেষ্ট জনপ্রিয়। 

Advertisement
দীপাবলিতে Honda স্কুটার-বাইকে Zero Down Payment অফার, আর অপেক্ষা কীসের?হন্ডা স্কুটার
হাইলাইটস
  • দীপাবলি অফার
  • দারুণ সুযোগ দিচ্ছে হন্ডা
  • কিনতে পারেন নতুন বাহন

এই বছর দীপাবলিতে ব্যাপক অফার নিয়ে এসেছে Honda Motorcycle and Scooter India। এক্ষেত্রে Zero Down Payment এবং No Cost EMI-এর মতো সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনও পেমেন্ট না করেই বাড়তে আনতে পারেন নতুন বাইক বা স্কুটার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রয়েছে অফার। সংস্থার সবচেয়ে দুটি জনপ্রিয় মডেল হল হন্ডা অ্যাকটিভা ও হন্ডা শাইন। এছাড়া CD110 Dream Deluxe মডেলটিও যথেষ্ট জনপ্রিয়। 

ক্যাশব্যাক অফার
এছাড়াও থাকছে ক্যাশব্যাক অফার। ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ৫০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।  IDFC First  Bank-এর গ্রাহকদের Credit Card বা EMI-তে সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরাও ক্যাশব্যাকের সুযোগ পাবেন।  

Zero Down Payment এবং No Cost EMI
হন্ডার তরফে সরাসরি জানানো হয়েছে, এই বিষয়টি যে সংস্থা ফাইন্যান্স করবে তাদের ওপর নির্ভরশীল। সংস্থা নিজেদের পলিসি অনুযায়ী ডাউন পেমেন্টের অঙ্ক নির্ধারণ করবে। আর Zero Down Payment-এর সুবিধা শুধুমাত্র কিছু নির্বাচিত মডেলেই মিলবে। প্রসঙ্গত ক্রমেই চাহিদা বাড়তে হন্ডার স্কুটার ও বাইকের। গতমাসে সংস্থার বিক্রির পরিমান গতবছরের সেপ্টেমেবর মাসের চেয়ে ৭.৬ শতাংশ বেশি। গতবছর সেপ্টেম্বর মাসে স্কুটার-বাইক বিক্রির পরিমান ছিল ৪.৮৮ লক্ষ। আর গত মাসে সেই সংখ্যাটা হল ৫.১৮ লক্ষ। 

আরও পড়ুননোটবন্দির প্রক্রিয়া বৈধ ছিল? কেন্দ্র ও RBI-এর জবাব তলব সুপ্রিম কোর্টের

 

POST A COMMENT
Advertisement