বন্দে ভারত স্লিপারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্যই বাংলা থেকে উদ্বোধন করেছেন বন্দে ভারত স্লিপার ট্রেন। ইতিমধ্যেই সাধারণ যাত্রীদের নিয়ে চলতে শুরু করেছে এই অত্যাধুনিক ঝাঁ চকচকে ট্রেন। সেমি হাই স্পিড এই বন্দে ভারত স্লিপারের টিকিটেক চাহিদাও তুঙ্গে। কিন্তু কোনও কারণে টিকিট বাতিল করতে হলে পকেট থেকে কত গচ্চা দিতে হবে জানেন কি?
ভারতের রেলের ইতিহাসে বন্দে ভারত স্লিপারকে অন্যতম মাইলস্টোন বলেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর প্রথম দিনেই এই ট্রেনের সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছিল। যাত্রীদের কাছে অত্যাধুনিক এবং আরামদায়ক জার্নির এই ট্রেনের টিকিটের চাহিদা এখন তুঙ্গে।
যদি বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট বুক করার পর হঠাৎ যাত্রা বাতিল করতে হলে কতটা আর্থিক ক্ষতি হবে? অর্থাৎ এই ট্রেনে টিকিট বাতিল করলে কতটা ক্যান্সেলেশন চার্জ কাটা হয়?
নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে যত আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, ঠিক ততটাই বেশি এর ক্যান্সেলেশন চার্জ। অর্থাৎ যাত্রা নিশ্চিত না হলে এই ট্রেনে টিকিট বুক করা থেকে বিরত থাকাই ভাল। কারণ, টিকিট বুকিংয়ের পর কোনও কারণে যাত্রা বাতিল করতে হলে বড় অঙ্কের ক্যান্সেলেশন চার্জ গুনতে হতে পারে।
ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন, তাহলে ক্যান্সেলেশন চার্জ হিসেবে মোট ভাড়ার ২৫% কেটে নেওয়া হবে। অন্যদিকে, যদি ট্রেন ছাড়ার সময়ের ৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করেন তাহলে ভাড়ার ৫০% কেটে নেওয়া হবে। আর যদি ট্রেনের যাত্রা শুরুর ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হয় তাহলে কোনও রিফান্ডই পাওয়া যাবে না।
সুতরাং, সব মিলিয়ে বলা যায়, যদি বন্দে ভারত স্লিপার ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে খুব ভেবেচিন্তে টিকিট বুক করুন। নাহলে টিকিট বাতিলের ক্ষেত্রে ক্যান্সেলেশন চার্জ হিসেবে মোট অঙ্কের টাকা পকেট থেকে গচ্চা দিতে হবে।