Retirement Planning SIP: অবসরে প্রতিমাসে পাবেন ১ লক্ষ, কত টাকার SIP করবেন?

ভারতের অর্থনীতি ঊর্ধ্বমুখী। যার ফলে বাড়ছে আয়। অবশ্য তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে খরচও। আর আগামিদিনে খরচ আরও বাড়বে। তাই এখন থেকে তৈরি থাকতে হবে। নিজের অবসরের প্ল্যানিং করে ফেলা মাস্ট।

Advertisement
অবসরে প্রতিমাসে পাবেন ১ লক্ষ, কত টাকার SIP করবেন?মাসে পাবেন ১ লক্ষ
হাইলাইটস
  • ভারতের অর্থনীতি ঊর্ধ্বমুখী
  • যার ফলে বাড়ছে আয়
  • অবশ্য তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে খরচও

ভারতের অর্থনীতি ঊর্ধ্বমুখী। যার ফলে বাড়ছে আয়। অবশ্য তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে খরচও। আর আগামিদিনে খরচ আরও বাড়বে। তাই এখন থেকে তৈরি থাকতে হবে। নিজের অবসরের প্ল্যানিং করে ফেলা মাস্ট।

বিশেষজ্ঞরা বলছেন, আপনার বয়স যদি এখন ৩০ হয়, আর অবসরের সময় আপনি যদি মাসে ১ লক্ষ টাকা করে পেতে চান, তাহলে এখন থেকেই বিনিয়োগ করতে হবে। নইলে অনেক বেশি টাকা করে জমানো ছাড়া উপায় নেই।

এখন প্রশ্ন হল, ৩০ বছর বয়স থেকে মাসে ঠিক কত টাকা করে SIP করলে আপনি মাসে মাসে ১ লক্ষ টাকা করে তুলতে পারবেন? আজ সেই হিসেবটাই দিলাম আমরা।

এখানে বলে রাখি, এখানে দুটি পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই দুই পরিস্থিতি মাথায় রেখেই করতে হবে ইনভেস্টমেন্ট।

প্রথম পরিস্থিতি

ধরা যাক প্রতি বছর ১৩ শতাংশ হারে বাড়ল এসআইপি। সেক্ষেত্রে মাত্র ২৫ বছর আপনি জমিয়ে নিন ৫ হাজার টাকা করে। তাতে ৬০ বছর বয়সের মধ্যে অনায়াসে ১ কোটি টাকা মূলধন বানিয়ে নিতে পারবেন। আর সেই টাকা আপনি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে ১৫ বছর ধরে মাসে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। এটা হল প্রথম প্ল্যান।

দ্বিতীয় পরিস্থিতি

ধরুন আপনি নিজের এসআইপি-তে ১০ শতাংশ করে লাভ পেলেন। সেক্ষেত্রে ৩০ বছর ধরে প্রতিমাসে ৩৫,৫৭৫ টাকা করে জমাতে হবে। তাতে ৬০ বছর বয়সে গিয়ে আপনার হাতে জমে যাবে ১.৫ কোটি টাকা। এমন পরিস্থিতিতে ১ লক্ষ টাকা প্রতিমাসে পেতে পারেন অবসরের পর।

আর যা যা নিয়ম মেনে চলুন

১. আপনাকে খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। যত তাড়াতাড়ি টাকা জমানোর কাজটা শুরু করবেন, তত দ্রুত টাকা বাড়বে। আপনি কম টাকা বিনিয়োগ করেও আপনি পৌঁছে যেতে পারবেন সেরা জায়গায়।

২. নিয়মিত ইনভেস্টমেন্ট করতে হবে। আজ করলাম, কাল করব না, এমন করলে চলবে না। বরং প্রতিমাসে নিয়ম করে বিনিয়োগ করে নিন।

Advertisement

৩. সব টাকা এক জায়গায় জমাবেন না। বরং বিভিন্ন জায়গায় টাকা রাখতে হবে। তাহলেই টাকা জমবে।

৪. বছরে বছরে মুদ্রাস্ফীতি অনুযায়ী ইনভেস্টমেন্ট বাড়াতে হবে।

৫. একবারে টাক তুলবেন না। বরং এসডব্লুপি ব্যবহার করুন। ধীরে ধীরে টাকা তুলুন।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement