Gratuity Calculator Online: গ্র্যচুইটি পাবেন কত টাকা, অনলাইনেই করুন চেক, রইল স্টেপ

গ্র্যাচুইটির হিসেবটা বেশ কঠিন। তাই এটা করা সবার পক্ষে সম্ভব নয়। যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। এক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে গিয়েই গ্র্যাচুইটি চেট করতে পারেন। তাতেই খেলা ঘুরে যাবে। আর সেই স্টেপস জানালাম আমরা।

Advertisement
গ্র্যচুইটি পাবেন কত টাকা, অনলাইনেই করুন চেক, রইল স্টেপঅনলাইনে গ্র্যাচুইটির হিসেব করুন
হাইলাইটস
  • গ্র্যাচুইটির হিসেবটা বেশ কঠি
  • তাই এটা করা সবার পক্ষে সম্ভব নয়
  • এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে আমাদের কা

নতুন শ্রম আইন এনেছে সরকার। সেখানে গ্র্যাচুইটির নিয়মে বিরাট বদল আনা হয়েছে। এখন থেকে আর গ্র্যাচুইটি পাওয়ার জন্য ৫ বছর অপেক্ষা করতে হবে না। বরং মাত্র ১ বছর চাকরি করলেই মিলবে গ্র্যাচুইটি। তাতেই খুশির হাওয়া কর্মীমহলে।

তবে গ্র্যাচুইটির হিসেবটা বেশ কঠিন। তাই এটা করা সবার পক্ষে সম্ভব নয়। যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। এক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে গিয়েই গ্র্যাচুইটি চেট করতে পারেন। তাতেই খেলা ঘুরে যাবে। আর সেই স্টেপস জানালাম আমরা।

কীভাবে অনলাইনে চেক করবেন গ্র্যাচুইটি?

  • প্রথমে গুগলে যান। সেখানে সার্চ অপশনে গিয়ে লিখুন 'Calculate Your Gratuity Online'।
  • এরপর আপনার সামনে একাধিক সাইট চলে আসবে।
  • এর মধ্যে যে কোনও একটি সাইটে প্রবেশ করুন।
  • সেখানে গিয়ে নিজের স্যালারির বেসিক এবং ডিএ মিলিয়ে, যা পান সেটা লিখুন।
  • এর পাশাপাশি আপনি কত বছর ওই সংস্থায় চাকরি করেছেন, সেটা লিখে দিতে হবে। 

ব্যাস, এই কাজটুকু করলেই আপনি নিজের গ্র্যাচুইটির হিসেব পেয়ে যাবেন। এটাই হল সবথেকে সহজ পদ্ধতি।

গ্র্যাচুইটি কী?

এই যে এখন মানুষ এত খুশি হচ্ছেন গ্র্যাচুইটি নিয়ে, কিন্তু অধিকাংশই জানেন না যে বিষয়টা আসলে কী। কেন সংস্থা এই টাকা দেয়। আসলে একজন কর্মী যখন কোনও সংস্থার হয়ে দীর্ঘদিন কাজ করেন, তখন তার প্রতি খুশি হয়ে সংস্থা গ্র্যাচুইটি দিয়ে থাকে। এই কারণেই মেলে টাকা।

নতুন লেবার কোডে কী বদল এসেছে?

নতুন শ্রম আইনে গ্র্যাচুইটির নিয়মে বিরাট বদল আনা হয়েছে। আগে একজন কর্মী কোনও সংস্থায় ৫ বছর কাজ করার পর গ্র্যাচুইটি পেতেন। যদিও এখন সেই নিয়মটা বদলে ফেলা হয়েছে। বর্তমানে মাত্র ১ বছর কাজ করেও মিলতে পারে গ্র্যাচুইটি। যার ফলে একটা বিরাট অংশের প্রাইভেট কর্মচারীরা উপকৃত হবেন।

কারা পাবেন?

এখন থেকে ফিক্সড টার্ম এমপ্লয়িরা পাবেন গ্র্যাচুইটি। অর্থাৎ সহজ ভাষায় বললে, কোনও কর্মীকে যদি নির্দিষ্ট সময়ের জন্য লিখিত চুক্তি দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে, তাহলেই তিনি ফিক্সড টার্ম এমপ্লয়ি। তবে এই চুক্তিপত্রে নির্দিষ্টভাবে লেখা থাকতে হবে চাকরির সময়টা। তাহলেই মিলবে টাকা।

আর তাতেই লাভবান হবেন কর্মীরা। মূলত ম্যানুফ্যাকচারিং ইউনিট, টেক্সটাইল, কনস্ট্রাকশন, আইটি সার্ভিস, মিডিয়া প্রোডাকশন, লজিস্টিক এবং এক্সপোর্ট লিঙ্কড ব্যবসায় কর্মরতরা লাভবান হবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement