SIP Calculation For 1 Crore: ১৫ বছরে জমে যাবে ১ কোটি, কত টাকার SIP দরকার? দেখে নিন হিসেব

অনেকের জীবনে স্বপ্ন থাকে কোটিপতি হওয়ার। এটাই থাকে তাঁদের লক্ষ্য। আর কোটিপতি হওয়া কোনও কঠিন কাজও নয়। একটু হিসেব করে চললেই ব্যাঙ্কে জমে যাবে কোটি টাকা। মাত্র ১৫ বছরের মধ্যেই জমিয়ে ফেলা যাবে এই পরিমাণ টাকা। আপনি কোটিপতি হয়ে যাবেন।

Advertisement
১৫ বছরে জমে যাবে ১ কোটি, কত টাকার SIP দরকার? দেখে নিন হিসেব১৫ বছরে কমান ১ কোটি
হাইলাইটস
  • অনেকের জীবনে স্বপ্ন থাকে কোটিপতি হওয়ার
  • কোটিপতি হওয়া কোনও কঠিন কাজও নয়
  • মাত্র ১৫ বছরের মধ্যেই জমিয়ে ফেলা যাবে এই পরিমাণ টাকা।

অনেকের জীবনে স্বপ্ন থাকে কোটিপতি হওয়ার। এটাই থাকে তাঁদের লক্ষ্য। আর কোটিপতি হওয়া কোনও কঠিন কাজও নয়। একটু হিসেব করে চললেই ব্যাঙ্কে জমে যাবে কোটি টাকা। মাত্র ১৫ বছরের মধ্যেই জমিয়ে ফেলা যাবে এই পরিমাণ টাকা। আপনি কোটিপতি হয়ে যাবেন।

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে মাত্র ১৫ জমাতে পারবেন ১ কোটি? বিশেষজ্ঞদের মতে, এটা করা সম্ভব হবে SIP-এর মাধ্যমে।

হিসেবটা কী?

১৫ বছর ধরে SIP করতে হবে। অর্থাৎ প্রতিমাসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা জরুরি। এখন প্রশ্ন হল, দিনে কতটা পরিমাণ টাকা প্রতি মাসে রাখলে ১৫ বছরে ১ কোটি টাকা জমবে? সেই হিসেবটা জেনে নিন।

আপনাকে প্রতি মাসে মোটামুটি ১৯ হাজার টাকা করে জমাতে হবে। এই হিসেবে যদি জমাতে পারেন, তাহলে ১৫ বছর বয়সে ৩৪ লক্ষ টাকা জমাতে পারবেন। এবার এই টাকাটার উপর আপনি চক্রবৃদ্ধি হারে ১২ শতাংশ করে রিটার্ন পাবেন। এটাই হল মিউচুয়াল ফান্ডের রিটার্নের এক্সপেকটেশন।

এই হিসেবে আপনি ১৫ বছরে ৩৪ লক্ষ টাকা জমিয়ে বাড়িতে পেতে পারেন ৬৬ লক্ষ টাকা সুদ। অর্থাৎ আপনিও হয়ে উঠতে পারেন কোটিপতি। কোনও সমস্যাই হবে না।

১০ বছরেও হতে পারেন

আপনি চাইলে ১০ বছর বয়সেও জমিয়ে ফেলতে পারেন ১ কোটি টাকা। সেক্ষেত্রে মাসে ৪৩০০০ টাকা থেকে ৪৫০০০ টাকা রাখতে হবে। তাহলে জমে যাবে ৫২ লাখ টাকা। আর ১২ শতাংশ হারে আপনার ১০ বছরে বাড়তি ৪৮ লক্ষ টাকা পেতে পারে। যার ফলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। তাই এই হিসেবগুলি মেনেই এখন থেকে কোটিপতি হওয়ার কাজে লেগে পড়ুন।

২০ বছরের হিসেব

আর যদি ২০ বছরের হিসেবটা চান, তাহলে প্রতিমাসে জমিয়ে ফেলুন মোটামুটি ৮ থেকে ৯ হাজার টাকা। এভাবে আপনি ২০ থেকে ২২ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এর উপর মিলবে ১২ শতাংশ রিটার্ন। তাতে আপনি মোটামুটি ৪৮ লক্ষ টাকার কাছাকাছি রিটার্ন পেতে পারেন। যার ফলে অনায়াসে হতে পারেন কোটিপতি।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement