লোন ট্র্যাপ সলিউশনএকটা কথা এখন খুব জনপ্রিয়। সেটি হল, 'যা কামাই সব ইএমআই।' আর কোনও কোনও মানুষের সমস্যা তো এর থেকেও বেশি। তারা যা কামান তা দিয়ে সব ইএমআই দেওয়া সম্ভব হয় না। বরং আবার নতুন করে লোন নিতে হয়। আর এই সমস্যাকেই বলে লোন ট্র্যাপ। আর এই ফাঁদে একবার পড়লে জীবনে দুঃখের শেষ থাকে না।
তাই এই সমস্যা থেকে বেরতেই হবে। আর সেখান থেকে বেরনোর রাস্তা খোঁজার চেষ্টা করলাম আমরা। তাই ঝটপট এই নিবন্ধ থেকে ফাঁদ কেটে বেরনোর রাস্তাটা জেনে নিন।
সবার প্রথমে নিজের পরিস্থিতি বুঝে নিন
আপনাকে সবার আগে হিসেব করতে বসতে হবে। কত টাকার লোন রয়েছে, কতগুলি লোন রয়েছে সেটা প্রথমে দেখতে হবে। এটাই হল প্রথম কাজ।
এরপর অবশ্যই নিজের খরচ দেখুন। আপনার প্রতিমাসের খরচটা হিসেব করুন। তাহলেই সামনে একটা পরিষ্কার হিসেব চলে আসবে।
বাজেট তৈরি করুন
আপনার কাছে হিসেবটা তৈরি রয়েছে। এ বার করতে হবে একটি বাজেট। সেক্ষেত্রে নিজের খরচ যতভাবে কমানো যায়, সেটা চেষ্টা করুন। তাহলেই দেখবেন খেলা ঘুরে যাবে। আপনার হাতে বাঁচবে অনেকটা টাকা। সেই টাকা দিয়ে আপনি লোন পরিশোধ করে দিতে পারবেন। ফলে কমবে বোঝা।
একে একে টার্গেট নিন
সব লোন একবারে শোধ করা যাবে না। সেক্ষেত্রে একে একে টার্গেট নিতে হবে। যেই লোনের সবথেকে বেশি সুদ, সেগুলি প্রথমে শোধ করতে হবে। তারপর না হয় কম টাকার সুদের ঋণগুলি পরিশোধ করার চেষ্টা করবেন।
এক্ষেত্রে হাতে যেইটুকু টাকা বাঁচবে, সেটা দিয়ে বেশি টাকার লোনের ইএমআই-টা বেশি বেশি করে কাটিয়ে নিন। সেটা একবার শেষ হয়ে গেলে, আপনার হাতেও জমে যাবে টাকা। সেই মতো আপনি অন্যান্য ঋণ শোধ দিতে পারবেন।
নতুন লোন নয়
ভুলেও নতুন লোন নেবেন না। এটা মারাত্মক অপরাধের সমতুল্য। এটার থেকে আবার ট্র্যাপ তৈরি হবে। বরং যতটা সম্ভব ঋণের থেকে দূরে থাকুন। তাতেই খেলা ঘুরে যাবে। ধীরে ধীরে লোনের ট্র্যাপ থেকে বেরিয়ে যেতে পারবেন।
ইনকাম বাড়ান
আপনি নিজের আয় বাড়ান। আর সেটা বাড়লে, সেই মতো দ্রুত লোন মেটান। দেখবেন, তাতেই কাজ হবে। আপনি খুব শীঘ্রই লোনের ট্র্যাপ থেকে বেরতে পারবেন।
পরিশেষে বলি, লোন বেশি নেবেন না। এটা একবারেই ভাল কিছু নয়। বরং এর থেকে দূরত্ব তৈরি করুন।