আসল BLO চিনে নিন আজ থেকে বাংলায় শুরু SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তাঁরা এনুমারেশন ফর্ম দেবেন ভোটারদের। এখন প্রশ্ন হল, এই যে BLO-রা বাড়ি বাড়ি যাবেন, তাঁরা আদৌ কমিশনের কর্মী কি না বুঝবেন কীভাবে? কারণ, এমনটাও তো হতে পারে কমিশনের কর্মী সেজে কোনও ভুয়ো ব্যক্তি বাড়িতে উপস্থিত হলেন। তিনি তো আপনার এবং পরিবারের থেকে জেনে নিতেই পারেন সব তথ্য। তাই আপনার দুয়ারে হাজির হওয়া BLO নির্বাচন কমিশনের প্রতিনিধি কি না, সেটা বোঝা জরুরি। আর সেই উপায়টাই জানালাম আমরা।
কীভাবে চিনবেন BLO?
আপনাকে BLO চিনতেই হবে। আর BLO দের সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন কমিশনের ওয়েবসাইটে। এছাড়া নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমে আপনি বিএলও সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন। এক্ষেত্রে অ্যাপে ‘বুক আ কল উইথ বিএলও’ এবং ‘কানেক্ট উইথ ইলেকশন অফিশিয়ালস’-এ জানতে পারবেন নিজের BLO সম্পর্কে। সেখান থেকে পেয়ে যাবেন তথ্য।
যদিও এটা তো গেল কোন BLO যাবে, সেই সম্পর্কে জানা। এখন প্রশ্ন হল, যিনি বাড়িতে আসবেন তিনি আসল না নকল চিনবেন কীভাবে? তার উত্তরে বলি, এক্ষেত্রে তিনটি উপায়ে আপনি তাঁকে চিনতে পারেন।
প্রথমত
প্রথমত বলি, ইলেকশন কমিশন প্রত্যেক BLO কে একটি আই কার্ড দিয়েছে। সেই কার্ডে আছে একটি কিউআর কোড। সেই কোডে ক্লিক করলেই আপনি BLO সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এরপর ইলেকশন কমিশনের দেওয়া তথ্যের সঙ্গে সেই ডেটা মিলিয়ে নিন। তাহলেই নিশ্চিত হয়ে যেতে পারবেন ইনিই তিনি।
দ্বিতীয়ত
আসলে কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিট ব্যাগ। সেই ব্যাগেই রাখা হয়েছে এমুনারেশন ফর্ম। সেই ফর্মই তারা ভোটারদের দিচ্ছে। তাই নিজের বাড়িতে আসা BLO-এর কাছে সেই ব্যাগ রয়েছে কি না, সেটা দেখুন। থাকলে বুঝবেন তিনি খাঁটি। তাঁকে নিয়ে আরও কোনও চিন্তা নেই।
তৃতীয়ত
কমিশন BLO-দের টুপিও দিয়েছে। সেই টুপি পরেই বাড়ি বাড়ি যাবেন BLO-রা। সেটাও অবশ্যই একটা চিহ্ন হিসাবে ধরা যেতে পারে।
এছাড়া BLO-এর কাছে থাকবে এমুনারেশন ফর্ম। সেই ফর্মে আপনার নাম, ঠিকানা থাকবে। এটা BLO ছাড়া আর কারও কাছে পাবেন না। তাই এই বিষয়টা মাথায় রাখা জরুরি।
ব্যাস, এই কয়েকটি জিনিস খতিয়ে দেখলেই আপনি সঠিক BLO-কে চিনে ফেলতে পারবেন।