পার্সোনাল লোন এলিজিবিটি বাড়ানঅনেকেরই হাতে সবসময় টাকা থাকে না। তাই তারা বিপদে পড়লে বা শখ মেটাতে পার্সোনাল লোন নিতে চান। কিন্তু যতটা টাকা প্রয়োজন, ততটা লোন পান না। আর এমনটা হয় শুধু লোন এলিজিবিটি কম থাকার জন্য। তাই পার্সোনাল লোনের এলিজিবিটি বাড়িয়ে নেওয়া খুবই জরুরি। তাহলেই খেলা ঘুরে যাবে। আপনি প্রয়োজনের সময় ভাল পরিমাণ লোন পেয়ে যাবেন।
তাই আর দেরি না করে সহজ কৌশলে পার্সোনাল লোন এলিজিবিটি বাড়ানোর রাস্তাটা জেনে নিন।
ক্রেডিট স্কোর বাড়ান
সবার প্রথমে বাড়াতে হবে ক্রেডিট স্কোর। এই কাজটা করলেই দেখবেন লোন এলিজিবিটি বেড়ে যাবে। সেক্ষেত্রে ৭৫০ বা তার বেশি ক্রেডিট স্কোর থাকা ভাল। এমনটা হলেই বেশি টাকা লোন পাওয়া সম্ভাবনা বাড়বে।
এখন প্রশ্ন হল, কীভাবে বাড়াবেন ক্রেডিট স্কোর? তারও কিছু পথ রয়েছে। এক্ষেত্রে যেই লোনগুলো চলছে, সেগুলো ঠিক সময় দিন। যতটা লোন নেওয়ার ক্ষমতা, তার মাত্র ৩০ শতাংশ খরচা করুন। তাহলেই ক্রেডিট স্কোর বাড়বে।
বেশি ইনকাম করুন
ইনকাম বৃদ্ধি করতে হবে। এই কাজটা করলেই খেলা ঘুরে যাবে। দেখবেন আপনি বেশি টাকা লোন পাবেন। আপনাকে ব্যাঙ্কের কাছে যেতে হবে না। তারাই আপনার কাছে এসে লোন নেওয়ার জন্য দারদরি করবে। এমনকী কম সুদেও ঋণ পাবেন।
একাধিক লোন নেবেন না
পার্সোনাল লোন এলিজিবিটি বাড়াতে চাইলে আয়ের বেশি টাকা লোন নিলে চলবে না। বরং একটা সামঞ্জস্য রাখতে হবে। সেক্ষেত্রে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারেন। তবে তার থেকে বেশি নয়। ব্যাস, এই নিয়মটা মেনে চললেই দেখবেন এলিজিবিটি বাড়বে।
স্টেবল চাকরি করুন
আপনাকে অবশ্যই একটা স্টেবল চাকরি করতে হবে। চেষ্টা করুন এক জায়গায় অনেকদিন ধরে কাজ করার। এই নিয়মটা মানলে আপনার ক্রেডিবিলিটি বাড়বে। পাশাপাশি আপনি বেশি টাকা লোন পাবেন ব্যাঙ্কের থেকে।
একাধিক ইনকাম সোর্স তৈরি করুন
শুধু একটা ইনকাম সোর্স এখন খুবই রিস্ক। তার বদলে একাধিক আয়ের উৎস তৈরি করুন। এই কাজটা করলে আপনার পকেটে থাকবে অনেকটা টাকা। আপনার লোন এলিজিবিটি বাড়বে।
তবে পরিশেষে বলি, পার্সোনাল লোন নেওয়া খুব একটা কাজের কথা নয়। এর জন্য বিপদ হতে পারে। পড়তে পারেন লোন ট্র্যাপে। তাই চেষ্টা করুন এটা যতটা সম্ভব কম ব্যবহার করা যায়, ততই ভাল।