বাজি পোড়ানোর প্রবল শখ, এদিকে বেশি দামে বাজি কিনতে গায়ে লাগছে? সস্তায় বাজি কিনতে চলে যান নুঙ্গি বা চম্পাহাটিতে। এই দুই বাজারেই মাত্র ২০ টাকায় পাবেন তুবড়ি, একডজন ফুলঝুড়ির প্যাকেট পাবেন ৪৫ টাকায়, শেল ২০ টাকায়। সস্তার এত বড় বাজি বাজার বাংলায় আর দ্বিতীয়টি নেই।
এই দুই বাজি বাজারে এত সস্তায় বাজি পাবেন যে পাঁচশো-হাজার টাকায় ব্যাগ ভর্তি হয়ে যাবে। সেই সঙ্গে পেয়ে যাবেন সবুজ বাজিও। তবে কলকাতায় বাজির বাজারে আকাশছোঁয়া দাম। সস্তায় বাজি নিতে গেলে চলে যান চম্পাহাটি বাজি বাজার বা নুঙ্গি বাজি বাজার। কিন্তু কীকরে যাবেন বাজি বাজারে?
মনে রাখবেন ট্রেনে বাজি বাজারে গেলেও বাজি কিনে ট্রেনে ফিরবেন না। ট্রেনে বাজি বা বিস্ফোরক কোনও কিছু নেওয়াই নিষিদ্ধ। তাই ফেরার সময় বাস নিতে পারেন। এছাড়া, নিজের বাইক বা গাড়ি থাকলেও নুঙ্গি বা চম্পাহাটি বাজি বাজারে যাতায়াত করতে পারেন। এছাড়াও রয়েছে, বাস ও অটোও। কীভাবে যাবেন জানুন পুরো রুট।
চম্পাহাটি বাজি বাজার কীভাবে যাবেন? (How to reach Champahati Baji Bazar)
শিয়ালদা সাউথ সেকশন থেকে এসে ক্যানিং লোকাল ধরে চম্পাবাটি নামতে হবে। সেখান থেকে নেমে অটো বা টোটো ধরে বাজি বাজার পৌঁছে যাবেন। চম্পাহাটির চিনের মোড়, হরল রোডে বাজির সাম্রাজ্য। চম্পাহাটি থেকে আসতে হবে তেমাথানি। তারপর হরল রোডে নামতে হবে।
কলকাতা থেকে কামালগাজি, সোনারপুরের দিকের রাস্তা ধরে পৌঁছে যান চম্পাহাটি। বাইক বা গাড়ি নিয়ে গেলে এই রাস্তা ধরতে পারেন। বাসে গেলে সোনারপুর পর্যন্তই পাবেন, এরপর দু' বার অটো বদলাতে হবে।
নুঙ্গি বাজি বাজার যাবেন কীভাবে? (How to reach Nangi Baji Bazar)
শিয়ালদা সাউথ সেকশনে বজবজগামী ট্রেনে নুঙ্গি স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো বা টোটোতে নামুন চিংড়িপোতা। বাহারি বাজির সম্ভার পাবেন এখানে।
যদি বাইক বা গাড়ি নিয়ে যেতে চান তারাতলা থেকে সম্প্রীতি ফ্লাইওভার ধরে বাটার মোড় হয়ে নুঙ্গির মোড়ের আগে চিংড়িপোতার দিকের রাস্তায় ঢুকতে হবে। বাস, অটো, ট্যাক্সি সবই এই রুটে পাবেন। অটো হলে ব্রেক জার্নি করে যেতে হবে।
কালীপুজোর আগে পৌঁছে যান নুঙ্গি কিংবা চম্পাহাটি বাজির বাজারে। সস্তায় গাদা গাদা বাজি নিয়ে ফিরুন বাড়ি।