Aadhaar Linked Mobile Number Verify: আধারের সঙ্গে ফোন নম্বর ও ইমেল লিঙ্ক আছে তো? জেনে নিন এই ভাবে

আধার কার্ডের সঙ্গে আপনার লিঙ্ক থাকা মোবাইল নম্বর বা ইমেল আইডি ভেরিফাই করতে চান? তাহলে ফলো করুন এই স্টেপ বাই স্টেপ পদ্ধতি...

Advertisement
আধারের সঙ্গে ফোন নম্বর ও ইমেল লিঙ্ক আছে তো? জেনে নিন এই ভাবেপ্রতীকী ছবি
হাইলাইটস
  • আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর ও ইমেল আইডি লিঙ্ক রয়েছে তো?
  • লিঙ্ক থাকা ফোন নম্বর ও ইমেল আইডি যাচাই করবেন?
  • জেনে নিন বিস্তারিত পদ্ধতি

আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি প্রকল্প, মোবাইল নম্বর যাচাই, আয়কর ফাইলিং সহ বহু গুরুত্বপূর্ণ কাজে আধার ব্যবহার করা হয়। আধার নির্বিঘ্নে ব্যবহার করতে হলে, এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি সঠিক এবং সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। 

আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসে, যা আধার যাচাই ও অনলাইন পরিষেবার জন্য প্রয়োজন হয়। অন্যদিকে, ইমেল আইডিতে আধার সংক্রান্ত নোটিফিকেশন, স্বীকৃতি রসিদ ও বিভিন্ন আপডেট পাঠানো হয়। এই তথ্যগুলি যদি ভুল বা পুরনো হয় তাহলে অনেক পরিষেবা পেতে সমস্যা হতে পারে। 

ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) খুব সহজ একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল আইডি যুক্ত আছে কি না তা যাচাই করার সুবিধা দিয়েছে।

আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল যাচাই করা কেন গুরুত্বপূর্ণ?
আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করা থাকলে সময়মতো OTP ও UIDAI-এর গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়া যায়। এটি আধারের অপব্যবহার রোধ করতেও সাহায্য করে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে। অনেক সরকারি ও আর্থিক পরিষেবার জন্য আধার-ভিত্তিক যাচাই বাধ্যতামূলক। যদি মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে অনলাইন আধার পরিষেবা ঠিকভাবে কাজ নাও করতে পারে।

আধার যোগাযোগের তথ্য যাচাই করার আগে কী কী প্রয়োজন?
> ১২ সংখ্যার আধার নম্বর

> যে মোবাইল নম্বরটি যাচাই করতে চান, সেটিতে অ্যাক্সেস

> একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ

মোবাইল নম্বরটি সক্রিয় হতে হবে, কারণ যাচাইয়ের সময় সেখানে OTP পাঠানো হবে।

আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর যাচাই করার ধাপ
> UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
> 'My Aadhaar' বিভাগে ক্লিক করুন 
> 'My Aadhaar' অপশন বেছে নিন
> ১২ সংখ্যার আধার নম্বর দিন
> যে মোবাইল নম্বরটি যাচাই করতে চান, সেটি লিখুন
> ক্যাপচা পূরণ করে 'Send OTP'-তে ক্লিক করুন
> মোবাইলে আসা OTP দিন
> 'Verify OTP'-তে ক্লিক করুন
যদি নম্বরটি ইতিমধ্যেই আধারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে স্ক্রিনে ফুটে উঠবে।

Advertisement

আধারের সঙ্গে যুক্ত ইমেল আইডি যাচাই করার ধাপগুলিও একই। 

মোবাইল নম্বর বা ইমেল আধারের সঙ্গে যুক্ত না থাকলে কী করবেন?
যদি মোবাইল নম্বর বা ইমেল আইডি আধার কার্ডের সঙ্গে যুক্ত না থাকে তবে সেটি অনলাইন বা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করতে পরবেন। 
অনলাইন পদ্ধতি: UIDAI পোর্টালে লগইন করে আপডেট অপশন নির্বাচন করুন এবং প্রয়োজনীয় তথ্য জমা দিন।
অফলাইন পদ্ধতি: আধার কার্ড ও বৈধ পরিচয়পত্র নিয়ে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যান।

রের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি আপডেট ও যাচাই করা থাকলে গুরুত্বপূর্ণ পরিষেবায় কোনও বাধা আসে না। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করলে ভবিষ্যতের অনেক ঝামেলা এড়ানো যায় এবং আধার-ভিত্তিক সব পরিষেবা নির্বিঘ্নে উপভোগ করা যায়।


 

 

POST A COMMENT
Advertisement