হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারতের টিকিট কাটতে পারবেন?দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে পশ্চিমবঙ্গ থেকেই। শনিবারই মালদা থেকে এই ট্রেনটির শুভ সূচনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও উদ্বোধনী যাত্রার পর এখনও শুরু হয়নি ট্রেনের বাণিজ্যিক যাত্রা। সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ট্রেনের বাণিজ্যিক সফর। অর্থাৎ ওই দিন থেকেই সাধারণ যাত্রীরা টিকিট কেটে ট্রেনটিতে উঠতে পারবেন। উল্টোদিকে ২৩ জানুয়ারি হাওড়া থেকে প্রথমবারের জন্য কামাখ্যার উদ্দেশে ছাড়বে এই নতুন ট্রেন।
কোন কোন স্টেশনে এই ট্রেন দাঁড়াবে?
হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।
কবে থেকে টিকিট বুকিং শুরু হচ্ছে?
পূর্ব রেলের তরফে সোমবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই ট্রেনের টিকিট বুকিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকেই অনলাইনে এই টিকিট পাওয়া যাবে।
অন্যদিকে, ট্রেনটিতে কোচ রয়েছে ১৬টি। মোট ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারেন। সর্বোচ্চ গতিবেগ সেট করা হয়েছে ১৮০ কিমি। যদিও গড় গতিবেগ থাকবে অনেক কম। ট্রেনটি পুরো এসি কোচ হওয়ায় সবকটি সিটেই দেওয়া হয়েছে আরামদায়ক গদি। এছাড়াও, উপরের সিটে চড়ার জন্য সিঁড়িগুলি অত্যাধুনিক ডিজাইন করা হয়েছে।
স্লিপার বন্দে ভারতের ভাড়া কত?
স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি আদ্যোপান্ত নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষের জন্য আনা হয়েছে। মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। থ্রি- টায়ার এসি: প্রায় ২,৩০০ টাকা, টু-টায়ার এসি: প্রায় ৩,০০০ টাকা, ফার্স্ট এসি: প্রায় ৩,৬০০ টাকা। এই ভাড়ার মধ্যেই খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।