Train Rule: ট্রেনে এসব জিনিস নিয়ে উঠলে জেল-জরিমানা হয়, জেনে রাখুন

লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার ট্রেন, রেল সফরের জন্য প্রত্যেক যাত্রীকেই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যার মধ্যে অন্যতম হল টিকিট কেটে ট্রেনে ওঠা। তবে আরও একটি বিষয় রেলযাত্রীদের জানা উচিত। চাইলেই ট্রেনে যা খুশি জিনিস নিয়ে ওঠা যায় না। ট্রেনে এসব জিনিস নিয় উঠলে জেল-জরিমানা হতে পারে। 

Advertisement
ট্রেনে এসব জিনিস নিয়ে উঠলে জেল-জরিমানা হয়, জেনে রাখুনট্রেনে এসব জিনিস নিয়ে ভুলেও উঠবেন না। ফাইল চিত্র।
হাইলাইটস
  • পরিবহণের অন্যতম সেরা মাধ্যম হল ট্রেন।
  • লোকাল ট্রেন বহু শহরেরেই লাইফলাইন।
  • ট্রেনে এসব জিনিস নিয়ে উঠলে জেল-জরিমানা হতে পারে। 

কম সময়ে দ্রুত সস্তায় গন্তব্যে পৌঁছোনোর জন্য পরিবহণের অন্যতম সেরা মাধ্যম হল ট্রেন। লোকাল ট্রেন বহু শহরেরেই লাইফলাইন। শুধু লোকাল ট্রেন নয়, কোথাও বেড়াতে যাওয়া হোক বা কোনও দরকারে দূরপাল্লার ট্রেনযাত্রার চাহিদাও বরাবরই তুঙ্গে থাকে। গণপরিবহণে তাই নিজস্ব জায়গা করে রয়েছে ট্রেন। 

লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার ট্রেন, রেল সফরের জন্য প্রত্যেক যাত্রীকেই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যার মধ্যে অন্যতম হল টিকিট কেটে ট্রেনে ওঠা। তবে আরও একটি বিষয় রেলযাত্রীদের জানা উচিত। চাইলেই ট্রেনে যা খুশি জিনিস নিয়ে ওঠা যায় না। ট্রেনে এসব জিনিস নিয়ে উঠলে জেল-জরিমানা হতে পারে। 

ট্রেনে এসব জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ, জেনে নিন বিশদে...

* ট্রেনে বাজি-পটকা নিয়ে যাওয়া বেআইনি। অনেকেই লুকিয়ে বাজি-পটকা নিয়ে যান। তবে ধরা পড়লে জেল বা মোটা অঙ্কের জরিমানা হতে পারে। ধরা পড়লে জরিমানার পাশাপাশি বাজি-পটকা আটকও করা হয়। তাই ভুলেও ট্রেনে বাজি-পটকা নিয়ে যাবেন না। 

* ট্রেনে নারকেল নিয়ে যাওয়াও নিষিদ্ধ। তাই ভুল করেও ট্রেনে শুকনো নারকেল বহন করবেন না। কারণ, শুকনো নারকেলের বাইরের অংশ খড়ের মতো পদার্থ থাকে। যা দাহ্য। 

* অ্যাসিড কখনও ট্রেনে নিয়ে যাবেন না। অনেকেই লুকিয়ে ট্রেনে অ্যাসিড নিয়ে যান। ধরা পড়লে জেল হতে পারে অথবা জরিমানা হতে পারে। 

* ট্রেনে অনুমতি ছাড়া গ্যাস সিলিন্ডার বহন করা যায় না। কারণ, এটি দাহ্য পদার্থ। 


তাই ট্রেনে ওঠার আগে ভুলেও এসব জিনিস নিজের সঙ্গে রাখবেন না। 

POST A COMMENT
Advertisement