HHT App by Railway: ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও রিজার্ভেশন করা যাবে, রেলের নয়া App

HHT App by Railway: রেলের একটি ডিভাইসের মাধ্যমে যাত্রীরা এখন দূরে ভ্রমণের আগে অনলাইনে রিসার্ভেশন করা যাবে। ট্রেনে সিট খালি আছে কিনা তাও বলে দেবে এটি। চারটি জোনাল রেলওয়ে এই অনলাইন টিকিটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ের এই নতুন পরিষেবা চালু করতে চলেছে। 

Advertisement
ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও রিজার্ভেশন করা যাবে, রেলের নয়া Appপ্রতীকী ছবি
হাইলাইটস
  • রেলের একটি ডিভাইসের মাধ্যমে যাত্রীরা এখন দূরে ভ্রমণের আগে অনলাইনে রিসার্ভেশন করা যাবে
  • ট্রেনে সিট খালি আছে কিনা তাও বলে দেবে এই ডিভাইস
  • চারটি জোনাল রেলওয়ে এই অনলাইন টিকিটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে

HHT App by Railway: রেলের একটি ডিভাইসের মাধ্যমে যাত্রীরা এখন দূরে ভ্রমণের আগে অনলাইনে রিসার্ভেশন (Reservation) করা যাবে। ট্রেনে সিট খালি আছে কিনা তাও বলে দেবে এটি। চারটি জোনাল রেলওয়ে এই অনলাইন টিকিটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ের এই নতুন পরিষেবা চালু করতে চলেছে। 

রেল (Indian Railway) এর জন্য সব প্রস্তুতি শুরু করেছে। ভ্রমণ করলে, সাধারণত অগ্রিম টিকিট বুক করা হয়। তবে কখনও কখনও যদি হঠাৎ আপনাকে কোথাও যেতে হয়, তখন ট্রেনে টিকিট কাটা অসম্ভব হয়ে পড়ে, এমন পরিস্থিতিতে যাত্রীদের এই সমস্যারও সমাধান রেলের অনলাইন টিকিট ব্যবস্থা। ওয়েস্টার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ের মতো চারটি জোন ছাড়াও নর্থ রেলওয়ে সাধারণ মানুষের সুবিধার জন্য এই ডিভাইসটি TTE-কে দিয়েছে।

হ্যান্ড হেল্ড টার্মিনাল অর্থাৎ HHT ডিভাইসটি রেলওয়ের এই অ্যাপ থেকে জানা যাবে, যাত্রীরা ট্রেনে জায়গা পাবেন কিনা। এই ডিভাইসটি কোনও কোচে বা যদি কোনও যাত্রী সিটের টিকিট বাতিল করে থাকেন, তাহলে সেই খালি আসনটি পেতে পারেন।

এর জন্য, এই ডিভাইসের মাধ্যমে TTE-এর সঙ্গে যোগাযোগ করার পরে, এটি স্পষ্ট হবে, যে আসনটি খালি রয়েছে কিনা। এর পর যাত্রীরা অবিলম্বে সেই আসন বুকিংয়ের জন্য আবেদন করতে পারেন। টিটিই-কে এখনও এই অধিকারগুলি দেওয়া হয়নি যেখানে সিটটি নিজেই বুক করতে পারবেন। সেজন্য অনলাইন বুকিং অনুযায়ী এই ব্যবস্থা রাখা হয়েছে।

এখনও পর্যন্ত, রেলওয়ের তরফে বিভিন্ন অঞ্চলে প্রায় ৪২,৩০০টি টিটিই ডিভাইস দেওয়া হয়েছে। এই ডিভাইসটি সরাসরি রেলওয়ের সার্ভারের সঙ্গে সংযোগ করে। বার্থ এবং খালি আসন সম্পর্কে তথ্য সহজেই পাওয়া যায়, এর পরে যাত্রী পরবর্তী স্টেশন থেকে সিট বুক করতে পারেন বা RAC। একই স্টেশন থেকে আবেদন করতে পারবেন।

রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই ডিভাইসটি দিয়ে শুধুমাত্র ৪টি জোনে অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা শুরু করা হয়েছে, তবে ২০২৪ সালের মধ্যে, সেন্ট্রাল রেলওয়ে, নর্থ রেলওয়েও যাত্রীদের সুবিধার জন্য এই ডিভাইসটি সম্পূর্ণভাবে TTE-কে দেবে।

Advertisement

POST A COMMENT
Advertisement