Railway Luggage Rule: প্লেনের মতোই এবার রেলেও লাগেজ বাড়লেই ফাইন! সফরের আগে নিয়মটি জেনে নিন

ট্রেনেও এবার প্লেনের মতো মাপা হবে লাগেজের ওজন। নির্ধারিত করে দেওয়ার পরিমাণের বেশি ওজনের লাগেজ নিয়ে ট্রেনে উঠলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।

Advertisement
প্লেনের মতোই এবার রেলেও লাগেজ বাড়লেই ফাইন! সফরের আগে নিয়মটি জেনে নিনকোন কামরায়কত কেজি ওজনের লাগেজ নেবেন?
হাইলাইটস
  • ট্রেনেও এবার নির্ধারিত লাগেজ নিয়ে ওঠার নিয়ম
  • প্লেনের মতোই ওজন মেপে দেওয়া হবে লাগেজের
  • অতিরিক্ত লাগেজ নিলেই দিতে হবে জরিমানা

যাত্রীদের জন্য এবার কঠোর নিয়ম চালু করতে চলেছে রেল। বিমানে চড়লে ঠিক যে নিয়ম মেনে চলতে হয়, তেমনই কড়া নিয়ম মানতে হবে এবার রেলযাত্রীদেরও। যাত্রার সময়ে কতখানি লাগেজ সঙ্গে নিতে পারবেন যাত্রীরা, তা নিয়েই চালু হতে চলেছে নয়া নিয়ম। 

ফ্রি লাগেজ লিমিট
জানা গিয়েছে, দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের জন্য লাগেজের লিমিট চালু করা হবে। এয়ারলাইন্সের মতোই ট্রেনে সফর করার জন্যও এই কড়া নিয়ম মানতে হবে যাত্রীদের। নিয়ম অনুযায়ী, যাত্রার নানা ক্যাটিগরির উপর নির্ভর করে লাগেজ লিমিট নির্ধারিত করা হয়। 

ফার্স্ট ক্লাস এসি কোচে সফর করলে ৭০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে। এসি সেকেন্ড ক্লাসের যাত্রীরা সঙ্গে নিতে পারবেন ৫০ কেজি পর্যন্ত লাগেজ। থার্ড এসি এবং স্লিপার ক্লাসে যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়ার অনুমতি পাবেন। জেনারেল টিকিটে যাত্রা করলে যাত্রীরা মোটে ৩৫ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন। 

বেশি পরিমাণ লাগেজ নেওয়া বিপজ্জনক
বর্তমানে উত্তর রেলওয়ে এবং মধ্যে রেলওয়ে এই ব্যবস্থা চালু করতে চলেছে। শুরুটা হবে লখনউ এবং প্রয়াগরাজ স্টেশন থেকে। এছাড়াও মির্জাপুর, আলিগড় জংশন, বেনারস, সুবেদারগঞ্জ, গোবিন্দপুরী এবং ইটাওয়াও রয়েছে এই তালিকায়। মূলত রেল যাত্রীদের সুরক্ষার জন্যই এই লাগেজের পরিমাণ নির্ধারণ করার প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে রেল। অনেক সময়েই দেখা যায় যাত্রীদের লাগেজের জন্য কোচে বসা-দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। ফলে অতিরিক্ত লাগেজ বিপজ্জনক হতে পারে। 

নিয়ম না মানলেই জরিমানা
রেল স্টেশনেও এবার থেকে এয়ারপোর্টের মতো আগাম লাগেজ বুকিংয়ের সুবিধা মিলবে। যদি নির্ধারিত কেজির থেকে বেশি পরিমাণ লাগেজ থাকে তবে সেই যাত্রীকে বাধা দেওয়া হবে এবং তার জরিমানা হবে। রেলের দাবি, বিনা বুকিংয়ের লাগেজ মিললেও অতিরিক্ত মাশুল গুনতে হবে। অতিরিক্ত ১০ কিলো লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে প্রত্যেক যাত্রীকে। 

ইলেকট্রনিক মেশিন দিয়ে পরখ 
এবার থেকে প্রত্যেক রেল স্টেশনে বসানো হবে ইলেকট্রনিক লাগেজ মেশিন। প্ল্যাটফর্মে এন্ট্রির সময়েই যাত্রীদের লাগেজ ওজন করা হবে সেই যন্ত্রে। কেবল ওজনই নয়, ব্যাগের আকারও পরখ করে দেখা হবে মেশিনে। অর্থাৎ স্পষ্ট ভাবে জানানো হচ্ছে, ব্যাগের আকার যদি নির্ধারিত মাপের তুলনায় বেশি হয় তবে পেনাল্টি ভরতে হবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement