
হাই রিটার্ন স্টকশেয়ারবাজার একটা অদ্ভুত জায়গা। এখানে সবাই কিছু টাকা কামাবেন বলেই বিনিয়োগ করেন। কিন্তু সবাই লাভের মুখ দেখেন না। বরং তাদের পিছু নেয় লোকসান। অপরদিকে এমন কিছু মানুষ থাকেন, যারা এখানে কম টাকা লাগিয়েই কোটিপতি হয়ে ওঠেন। কারণ, তারা ঠিকঠাক স্টকে টাকা লাগিয়েছেন। আর এমন কিছু স্টকের নামই আজ আমরা জানাব। ২৫ থেকে ২৭ বছর আগে এই সব স্টকে যদি ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেটি এতদিনে পৌঁছে যেতে মোটামুটি ১৯ কোটি টাকায়।
এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কোন কোন স্টকের দাম ১০ হাজার টাকাকে পৌঁছে দিয়েছে ১৯ কোটিতে? সেই উত্তরটাই দিয়েছে নামী ব্রোকারেজ ফার্ম CLSA। এখানে তারা এমন ১০টি ভারতীয় স্টকের নাম জানিয়েছেন, টাকা ছাপানোর মেশিন হিসাবে কাজ করেছে। মাত্র ১০ হাজার টাকা লাগিয়েই অনেকে ১৯.১৭ কোটি টাকা কামিয়ে ফেলেছেন।
এই লিস্টে তাকালে আপনি দেখতে পারবেন যে এমন কয়েকটি স্টক পোর্টফোলিওতেও রয়েছে। কিন্তু আপনি ততটা লাভ পাননি। আর এমনটা হয়েছে, কারণ আপনি এই স্টকগুলিতে খুব বেশিদিন ধরে বিনিয়োগ করছেন না।
বিশেষজ্ঞদের মতে, এই লিস্ট দেখলে একটা বিষয় বোঝাই যায় যে সঠিক স্টক নির্বাচন করা খুবই জরুরি। পাশাপাশি সেই সব স্টকে অনেকদিন ধরে বিনিয়োগও করে রাখতে হবে। ব্যাস, তাহলেই কাজ হবে। আপনার টাকা হু হু করে বাড়তে শুরু করে দেবে। আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাই এই মূলমন্ত্রটা অবশ্যই মাথায় রাখুন।

কোন কোন স্টক রয়েছে লিস্টে?
CLSA-এর এই তালিকায় প্রথমেই রয়েছে ওয়েস্টলাইফ ফুডওয়ার্কসের স্টক। এই স্টকটি মোটামুটি ১৯,১৭.০৩৯ শতাংশ রিটার্ন দিয়েছে গত ২৮ বছরে। যার অর্থ হল আপনি যদি ২৮ বছর আগে এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলে সেটা এখন পৌঁছে যেত ১৯.১৭ কোটিতে।
এরপর রয়েছে হ্যাভেলস ইন্ডিয়া রয়েছে এই তালিকার দ্বিতীয় স্থানে। সেখানে ১০ হাজার টাকা লাগালে ৬.৫৯ কোটি টাকা পেতে পারতেন। এরপর অবশ্য রয়েছে এশার মটোরস। এই স্টকটিতে বিনিয়োগ করা ১০ হাজার টাকা ৪.৮১ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে বাজাজ ফিনান্স এবং কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্ক রয়েছে এই লিস্টে। বাজাজ ফিনান্স দিয়েছে ৪১০১ ফোল্ড রিটার্ন। আবার কোট্যাক মাহিন্দ্রা ২৩৭৩ গুণ লাভ করেছে বলে জানা গিয়েছে। এছাড়া সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, ভারত ইলেকট্রনিক্স, শ্রী সিমেন্ট এবং মানাপ্পুরম ফিনান্স রয়েছে এই তালিকায়।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।