IRCTC Yatra: মহা শিবরাত্রি স্পেশাল, IRCTC-এর সঙ্গে ঘুরে আসুন ৭ জ্যোতির্লিঙ্গ, খরচ কত?

২০২৬ সালের মহা শিবরাত্রি আসন্ন। তাই আগেভাগেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC ভক্তদের জন্য একটা বিশেষ ট্যুর প্যাকেজ সামনে এনেছে। তাদের পক্ষ থেকে সপ্তম জ্যোতির্লিঙ্গ দর্শনের একটা ট্যুর ঘোষণা করা হয়েছে। এই ট্যুরটা হবে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে। এই ট্রেনে করে ভক্তরা দেখতে পারবেন দেশের ৭ জ্যোতির্লিঙ্গ।

Advertisement
মহা শিবরাত্রি স্পেশাল, IRCTC-এর সঙ্গে ঘুরে আসুন ৭ জ্যোতির্লিঙ্গ, খরচ কত?IRCTC যাত্রা
হাইলাইটস
  • ২০২৬ সালের মহা শিবরাত্রি আসন্ন
  • ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC ভক্তদের জন্য একটা বিশেষ ট্যুর প্যাকেজ সামনে এনেছে
  • সপ্তম জ্যোতির্লিঙ্গ দর্শনের একটা ট্যুর ঘোষণা করা হয়েছে

২০২৬ সালের মহা শিবরাত্রি আসন্ন। তাই আগেভাগেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC ভক্তদের জন্য একটা বিশেষ ট্যুর প্যাকেজ সামনে এনেছে। তাদের পক্ষ থেকে সপ্তম জ্যোতির্লিঙ্গ দর্শনের একটা ট্যুর ঘোষণা করা হয়েছে। এই ট্যুরটা হবে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে। এই ট্রেনে করে ভক্তরা দেখতে পারবেন দেশের ৭ জ্যোতির্লিঙ্গ।

মাথায় রাখতে হবে, ভারতীয়দের কাছে প্রতিটি জ্যোতির্লিঙ্গের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান শিবের দর্শনেই মূলত ভক্তরা জ্যোতির্লিঙ্গে যান।

মাথায় রাখতে হবে, এই ৭ জ্যোতির্লিঙ্গ ঘোরা কোনও সহজ কাজ নয়। দেশের একাধিক জায়গায় এই সব জ্যোতির্লিঙ্গ রয়েছে। যদিও এই সমস্যার সহজ সমাধান করছে আইআরসিটিসি। তাদের পক্ষ থেকে আনা হয়েছে বিশেষ প্যাকেজ।

কবে শুরু?

৬ ফেব্রুয়ারি ২০২৬ শুরু হবে এই যাত্রা। এটা ১১ দিন ১০ রাতের একটা ট্যুর। এই ট্যুরটি মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র হয়ে যাবে।

৭ জ্যোতির্লিঙ্গের হবে দর্শন

  • মধ্যপ্রদেশের উজ্জয়নে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং ওঙ্কাকারেশ্বর জ্যোতির্লিঙ্গ
  • গুজরাতের দ্বারকায় নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ
  • মহারাষ্ট্রের পুনের ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ
  • মহারাষ্ট্রের নাশিকে ত্রিমবাকেশ্বর জ্যোতির্লিঙ্গ
  • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ

ট্রাভেল প্ল্যান

ট্যুরের কোড- SCZBG50

ট্যুরের নাম- সপ্ত জ্যোতির্লিঙ্গ দর্শন যাত্রা-মহা শিবরাত্রি স্পেশাল

সময়- ১০ রাত ১১ দিন

কবে হচ্ছে- ফেব্রুয়ারি ২ ২০২৬

কতগুলি সিট- ৭৫টি

ট্রেনের ক্লাস- স্লিপার, ৩এসি এবং ২এসি

কোথা থেকে বোর্ডিং?

এই সব স্টেশন থেকে যাত্রীরা উঠতে এবং নামতে পারবেন- সেকেন্দারাবাদ, কামারেড্ডি, নিজামাবাদ জংশন, ধর্মবাদ, মুদখেদ জংশন, হাজুর সাহিব নান্দেদ এবং পূর্ণা জংশন।

ট্যুরের খরচ

স্লিপার ক্লাস- ১৭৬০০ প্রতি ব্যক্তি এবং ১৬৩০০ প্রতি শিশু

৩এসি- ২৬৭০০ প্রতি ব্যক্তি, ২৫২০০ প্রতি শিশু

২এসি- ৩৪৬০০ প্রতি ব্যক্তি, ৩২৮০০ প্রতি শিশু

এখানে ৫ থেকে ১১ বছর বয়সীদের বাচ্চা বলে ধরবে IRCTC। তার উপরে বয়স হলে চাইল্ড সেকশনে পড়বে না। 

প্যাকেজে কী কী রয়েছে?

এই প্যাকেটে আপনি যা যা পাবেন-

  • ট্রেনের ভ্রমণের টিকিট
  • সাইট সিইং
  • হোটেলে থাকা
  • রোজকার খাবার
  • ট্রাভেল ইনস্যুরেন্স

কীভাবে বুক করবেন?

এই প্যাকেজ বুক করা খুবই সহজ। এক্ষেত্রে IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ট্যুরের নাম দিয়ে সার্চ করুন। তাতেই কাজ হবে। এছাড়া আপনি চাইলে এই সংস্থার অথারাইজ সেন্টারে গিয়েও বুক করতে পারবেন।

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement