Aadhar Card দিয়ে করা SIR-র ফর্ম ফিলআপ?২৭ অক্টোবর বিকেলে সাংবাদিক সম্মেলন করেন দেশের মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার। এ দিন তিনি ১২ রাজ্যে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরুর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার থেকেই বাংলার পাশাপাশি আন্দামান ও নিকোবর, ছত্তীসগঢ়, কেরল, লাক্ষ্মাদ্বীপ, গুজরাত, গোয়া, মধ্য প্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে শুরু হবে SIR। তবে আসামে আপাতত SIR হচ্ছে না। আর এই আবহেই আধার কার্ড নিয়ে আবার জল্পনা বেড়েছে। প্রশ্ন হল, আধার কার্ড নিয়ে ঠিক কী জানাল কমিশন? তারা SIR-র নথি হিসাবে আধারকে মেনে নেবে?
আধারকে নথি হিসাবে গ্রহণ করার দাবি ছিল বিরোধীদের?
আসলে SIR-এ যেই সকল ডকুমেন্ট চাওয়া হয়েছে, তার অধিকাংশই প্রান্তিক মানুষের কাছে নেই বলে দাবি বিরোধীদের। তাই তারা প্রথম থেকেই আধার কার্ডকে SIR-এ অন্তর্ভুক্ত করার দাবি জানায়। তবে আধার কার্ড কোনওভাবেই নাগরিকত্বের পরিচয় হতে পারে না বলে অনড় ছিল কমিশন। সেই মতো সুপ্রিমকোর্টে যায় দুই পক্ষ। নিজেদের মতো করে যুক্তি দেয়। আর সব শুনে প্রধান কোর্ট জানিয়ে দেয় যে আধারকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে।
এখন কী বলছে কমিশন?
আধার প্রসঙ্গ যে এ দিন উঠতে পারে, সেটা ভালই জানত কমিশন। সেই মতো সেরে রাখা ছিল সব প্রস্তুতি। এ দিন নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার বলেন, 'আধার নাগরিকত্ব ও ঠিকানার সঠিক প্রমাণ নয়। সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে, আধার কার্ডের ব্যবহার আধার আইন ধরেই হবে। আর আধার আইনে ৯নং ধারায় এটা স্পষ্ট উল্লেখ রয়েছে, যে আধার কখনওই জন্ম ও ডোমিসাইলের প্রমাণ নয়। এটা শুধু পরিচয়পত্র হিসাবে কাজ করে। তাই সেই নিয়ম মেনেই আধারকে গুরুত্ব দেওয়া হবে।’
অর্থাৎ বার্তা স্পষ্ট, আধারকে শুধু পরিচয়পত্র হিসাবেই ব্যবহার করা যাবে। এর বেশি কিছু নয়। তাই আপাতভাবে SIR-এ এই নথির তেমন একটা গুরুত্ব নেই বললেই চলে।
কোন কোন নথি লাগবে?