আজ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর জমা করার শেষ দিন। আর বাড়ানো হচ্ছে না সময়। বহু করদাতাই এখনও ITR জমা করে উঠতে পারেননি। চলছে শেষ মুহূর্তে জমার প্রক্রিয়া। এদিকে, আয়কর দফতরের পক্ষ থেকে বিভ্রান্তি দূর করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ডেডলাইন আর বাড়ানো হবে না।
বাড়ছে না ডেডলাইন
চতুর্দিকে নানাবিধ ভুয়ো মেসেজ ঘুরে বেড়াচ্ছে, তাই করদাতাদের বিভ্রান্তি দূর করতে বিবৃতি জারি করেছে আয়কর দফতর। সেপ্টেম্বর ৩০ পর্যন্ত আয়কর জমা করার ডেডলাইন বৃদ্ধি করা হয়েছিল বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচার হতে থাকে। তবে এটি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছে দফতর।
কত পেনাল্টি দিতে হবে?
সোমবার, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ITR জমা করতে না পারলে পেনাল্টি দিতে হবে। আয়কর আইনের ২৩৪এফ ধারায় ৫ লক্ষ বার্ষিক আয়ের অধিকারীদের ৫ হাজার টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হবে। যাদের ৫ লক্ষ টাকার নীচে বার্ষিক আয় তাদের দিতে হবে ১ হাজার টাকা জরিমানা। তবে এই ধারায় জরিমানার পাশাপাশি তিনি হবে ইন্টারেস্টও। ডেডলাইনের পর ITR জমা করা পর্যন্ত যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থাকবে তার উপর ১% ইন্টারেস্ট বসবে।
তবে ডেডলাইন পার করলেও ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর জমা করার সুযোগ মিলবে। যদিও জরিমানা সহ আয়কর কমা করলে অনেক সুযোগ-সুবিধা হাতছাড়া হবে।
সূত্রের খবর, প্রায় ১ কোটি মানুষ শেষ দিন আয়কর জমা করতে পারেন। গত বছর ই-ফাইলিং সিস্টেম থেকে পাওয়া যায়, ডেডলাইনের শেষ দিন ৭০ লক্ষ মানুষ আয়কর জমা করেছিলেন।
কী কী বিষয় মাথায় রাখতে হবে করদাতাদের?
> ৫০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় যাদের, তাদের জন্য ITR-1 ফর্ম।
> ব্যবসায়ীদের ক্ষেত্রে ITR-3 এবং ITR-4
> incometax.gov.in পোর্টালে গিয়ে আয়কর জমা করতে হবে।
> ফর্ম ১৬, টিডিএস সার্টিফিকেট, ব্যাঙ্কের ডিটেলস, ইনভেস্টমেন্ট প্রুফ, ক্যাপিটাল গেনস স্টেটমেন্ট হাতের কাছে রাখতে হবে।
কবে ব্যাঙ্কে ঢুকবে রিটার্ন?
৮০সি এবং ৮০জি-এর আওতায় আয়কর জমা করার সময়েই রিটার্নের আর্জি জানানো যাবে। ৮৭এ ধারায় যে রিবেট দেওয়া হচ্ছে তা মধ্যবিত্ত আয়করদাতাদের জন্য স্বস্তির। অল্ড রেজিম অনুযায়ী, ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে ১২ হাজার ৫০০ টাকা রিবেট রয়েছে। নতুন রেজিমে ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে রিবেট মিলবে ২৫ হাজার টাকা।