scorecardresearch
 

ITR Filing Process Step By Step : আয়কর দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে, কীভাবে দেবেন?

আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩। অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি। আপনি যদি আয়করের আওতায় থাকেন ও এখনও ITR ফাইল না করে থাকেন, তাহলে অবিলম্বে কাজ সম্পন্ন করুন।

Advertisement
আইটিআর আইটিআর
হাইলাইটস
  • আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩
  • অর্থাৎ হাতে মাত্র আর ৩ দিন
  • কীভাবে ফাইল করবেন ? জানুন

আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩। অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি। আপনি যদি আয়করের আওতায় থাকেন ও এখনও ITR ফাইল না করে থাকেন, তাহলে অবিলম্বে কাজ সম্পন্ন করুন। কারণ ৩১ জুলাইয়ের পর, ITR ফাইল করলে আপনাকে জরিমানা দিতে হবে।
 
অনলাইনে আয়কর দেওয়ার জন্য আপনাকে www.incometax.gov.in-এ যেতে হবে। কীভাবে অনলাইনে আপনার আয়কর জমা করতে পারবেন? আসুন জেনে নিই। আয়কর রিটার্নের জন্য চালান দাখিল করার আগে প্যান কার্ড এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সুবিধা, ইউপিআই (এগুলির মধ্যে যে কোনও একটি) এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাওয়ার জন্য বৈধ মোবাইল নম্বর প্রয়োজন হবে৷ 

কীভাবে আয়কর দেবেন ? 

  • আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in-এ লগইন করুন। 
  • মূল ড্যাশবোর্ডে পৌঁছানোর জন্য 'হোম'-এ ক্লিক করুন। 
  • বাম দিকে আপনি 'ই-পে ট্যাক্স' লেবেলযুক্ত একটি অপশন পাবেন। এগিয়ে যেতে সেটি ক্লিক করুন। এরপর আপনার PAN নম্বর দুবার লিখুন। 
  • OTP-এর জন্য আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর লিখুন। আপনার অ্যাকাউন্ট যাচাই করতে প্রাপ্ত OTP লিখুন। 
  • 'আয়কর' বিকল্পে ক্লিক করুন এবং প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে এগিয়ে যান। 
  • প্রাসঙ্গিক মূল্যায়ন বছর নির্বাচন করুন। পেমেন্ট মোড নির্বাচন করুন। 
  • তারপর আপনি অবিরত ক্লিক করতে পারেন এবং তারপরে ট্যাক্সের বিবরণ পূরণ করতে পারেন। একবার আপনি সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করলে, আপনাকে আপনার ব্যাঙ্কের পেমেন্ট গেটওয়েতে যেতে দেওয়া হবে।
  • আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করুন। 
  • অর্থপ্রদানের বিবরণ যাচাই করুন এবং অর্থপ্রদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
  • সফলভাবে অর্থপ্রদানের পরে আপনার রেকর্ডের জন্য তৈরি করা চালান ডাউনলোড করুন। আপনি পিডিএফ ফরম্যাটে চালান সংরক্ষণ করতে পারেন।

যাদের মোট আয় ৫ লাখ টাকার বেশি তাদের ITR দেরিতে ফাইল করার জন্য ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এসএজি ইনফোটেকের ম্যানেজিং ডিরেক্টর অমিত গুপ্ত বিজনেস টুডেকে বলেন, আয়কর ঠিক সময়ে না দিলে ৫ হাজার টাকা জরিমানা দিতেই হবে। তারপর থেকে প্রতি মাসে এক শতাংশ অতিরিক্ত সুদ ধার্য করা হবে। অর্থাৎ ঠিক সময়ে আইটিআর ফাইল না করলেই টাকা কাটবে।

Advertisement

 

Advertisement