Cheapest Recharge: ফোনে ৩ মাসের রিচার্জ করবেন? Jio, Airtel, Vi-এর সবথেকে সস্তা প্ল্যান রইল

যদিও আমরা থাকতে আর আপনার চিন্তা কী! এই নিবন্ধে এমন কিছু তিন মাসের রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাব, যেগুলি সবথেকে সস্তা। এই সব কটি প্ল্যানে আপনি ৮৪ দিনে ভ্যালিডিটি পাবেন। পাশাপাশি পাবেন এসএমএস থেকে কলিং পরিষেবা। তাই দ্রুত সেই সব রিচার্জ সম্পর্কে জেনে নিন।

Advertisement
ফোনে ৩ মাসের রিচার্জ করবেন? Jio, Airtel, Vi-এর সবথেকে সস্তা প্ল্যান রইলসস্তার রিচার্জ
হাইলাইটস
  • এই নিবন্ধে এমন কিছু তিন মাসের রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাব, যেগুলি সবথেকে সস্তা
  • এই সব কটি প্ল্যানে আপনি ৮৪ দিনে ভ্যালিডিটি পাবেন
  • পাবেন এসএমএস থেকে কলিং পরিষেবা

মোবাইল আমাদের সারাদিনের সঙ্গী। এটি ছাড়া জীবন ভাবাই যায় না। তবে মাথায় রাখতে হবে, গত কয়েক বছরে অনেকটাই বেড়ে গিয়েছে রিচার্জের দাম। জিও, ভোডাফোন, এয়ারটেল সকলেই রিচার্জের খরচ বাড়িয়েছে। তাই মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। তাঁরা সস্তার রিচার্জ খুঁজতে গিয়ে হিমমিশ খাচ্ছেন। 

যদিও আমরা থাকতে আর আপনার চিন্তা কী! এই নিবন্ধে এমন কিছু তিন মাসের রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাব, যেগুলি সবথেকে সস্তা। এই সব কটি প্ল্যানে আপনি ৮৪ দিনে ভ্যালিডিটি পাবেন। পাশাপাশি পাবেন এসএমএস থেকে কলিং পরিষেবা। তাই দ্রুত সেই সব রিচার্জ সম্পর্কে জেনে নিন।

জিওর সবথেকে সস্তার রিচার্জ কী?
জিওর সবথেকে সস্তা এন্ট্রি লেভেল রিচার্জ ৪৪৮ টাকা দিয়ে করা যেতে পারে। এটিতে ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এটা ভ্যালু ক্যাটাগরিতে লিস্টেড রয়েছে।

এই রিচার্জ প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড কলিং। পাশাপাশি প্রতিদিন ১০০ এসএমএস পাবেন। যদিও এই প্ল্যানে  কোনও ডেটা মিলবে না। 

এয়ারটেলের চিপেস্ট প্ল্যান
এবার আসা যাক এয়ারটেলের কথায়। এক্ষেত্রে ৮৪ দিনের রিচার্জের দাম ৪৬৯ টাকা। এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড রয়েছে। 

এই প্ল্যানে রিচার্জ করলে ৯০০টি মেসেজ পাবেন। পাশারপাশি পাবেন আনলিমিটেড কলিং। যদিও ইন্টারনেট পাবেন না এই প্ল্যানে। তবে এই প্ল্যান অত্যন্ত সস্তা। চাইলে এই রিচার্জ করে দিতেই পারেন।

ভিআই-এর সবথেকে সস্তা প্ল্যান
এ বার আসা যাক ভিআই বা ভোডাফোন আইডিয়ার কথায়। এদেরও সস্তার প্ল্যান রয়েছে। সেক্ষেত্রে মাত্র ৪৭০ টাকায় মিলবে এই প্ল্যান। এরও ভ্যালিডিটি ৮৪ দিনের। 

এই প্ল্যানে পাবেন ৯০০ এসএমএস। পাশাপাশি আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। তবে এই প্ল্যানেও মিলবে না কোনও ডেটা পরিষেবা।

তাই আপনার পছন্দমতো এই প্ল্যানগুলির মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিন। তারপর করে ফেলুন রিচার্জ। তাহলেই হাতে বাঁচবে কিছুটা টাকা। আপনি সেই টাকা অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

Advertisement

পরিশেষে বলি, রাজ্য ভেদে কিছু ক্ষেত্রে প্ল্যানের বদল হয়। পাশাপাশি সব রিচার্জ সব গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই সবার আগে নিজের সার্ভিস প্রোভাইডারের অ্যাপে যান। সেখানে গিয়ে দেখুন কোন কোন রিচার্জ অ্যাভেলেবল রয়েছে। আশা করছি, এই রিচার্জগুলি থাকবে সেখানে। তবে যদি না থাকে, তাহলে সবথেকে সস্তার রিচার্জটা খুঁজে নিনি। তারপরই রিচার্জ করুন। 


 

POST A COMMENT
Advertisement