Jio Cheapest Plan: ৪৪৮ টাকায় ৩ মাসের ভ্যালিডিটি, JIO এর সবথেকে সস্তার প্ল্যানে কী কী সুবিধা?

জিও হল দেশের অন্যতম বৃহত্তর মোবাইল নেটওয়ার্ক সংস্থা। বর্তমানে ভারতের একটা বড় অংশের মানুষই এই সংস্থার লাইন ব্যবহার করেন। কিন্তু মুশকিল হল, গত ২-৩ বছরে হু হু করে বেড়েছে জিও-এর রিচার্জের খরচ। আগে যেখানে কম পয়সাতেই রিচার্জ সেরে ফেলা যেত, সেটাই এখন অনেক টাকায় পৌঁছে গিয়েছে। যার ফলে রিচার্জ করতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তাই তারা সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছে। 

Advertisement
৪৪৮ টাকায় ৩ মাসের ভ্যালিডিটি, JIO এর সবথেকে সস্তার প্ল্যানে কী কী সুবিধা? জিও-এর সস্তার প্ল্যান
হাইলাইটস
  • জিও হল দেশের অন্যতম বৃহত্তর মোবাইল নেটওয়ার্ক সংস্থা
  • গত ২-৩ বছরে হু হু করে বেড়েছে জিও-এর রিচার্জের খরচ
  • তাই তারা সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছে

জিও হল দেশের অন্যতম বৃহত্তর মোবাইল নেটওয়ার্ক সংস্থা। বর্তমানে ভারতের একটা বড় অংশের মানুষই এই সংস্থার লাইন ব্যবহার করেন। কিন্তু মুশকিল হল, গত ২-৩ বছরে হু হু করে বেড়েছে জিও-এর রিচার্জের খরচ। আগে যেখানে কম পয়সাতেই রিচার্জ সেরে ফেলা যেত, সেটাই এখন অনেক টাকায় পৌঁছে গিয়েছে। যার ফলে রিচার্জ করতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তাই তারা সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছে। 

আর আপনিও যদি সেই দলে থাকেন, তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। কারণ, এখানে জিও-এর সবথেকে সস্তা ৩ মাসের রিচার্জ সম্পর্কে জানান হয়েছে।

মাই জিও অ্যাপে গেলে দেখা যাবে, সব থেকে সস্তা ৮৪ দিনের প্যাক হল ৪৪৮ টাকার। এই প্ল্যানটি খুবই জনপ্রিয়। যদিও প্ল্যানে কিন্তু ডেটা পাবেন না। আর এটাই প্ল্যানটির খারাপ দিক। যদিও এর একাধিক পজিটিভ দিকও রয়েছে। আসুন এর বেনিফিটগুলি জেনে নেওয়া যাক।

কী কী সুবিধা পাওয়া যাবে? 
৪৪৮ টাকার রিচার্জ প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং পাবেন। আর এই রিচার্জের মাধ্যমে আপনি এসটিডি, লোকাল ফোন করতে পারবেন। পাশাপাশি মিলে রোমিং পরিষেবাও।

এছাড়া এই রিচার্জ প্ল্যানে টোটাল ১০০০ এসএমএস পাবেন। আপনি ৮৪ দিনের মধ্যে এসএমএস ব্যবহার করতে পারেন। তবে এই সময়টা চলে গেলে এর ভ্যালিডিটি শেষ। তখন আর এসএমএস করা যাবে না।

শুধু তাই নয়, আপনি এই রিচার্জ প্ল্যানে জিও টিভিও ফ্রিতে পাবেন। সেখানে লাইভ টিভি দেখতে পারেন। তাই হাতে টান থাকলে এই প্ল্যানটা ব্যবহার করতেই পারেন।

ডেটা মিলবে না

মাথায় রাখতে হবে এই প্ল্যানে কিন্তু কোনও ডেটা পাবেন না। যার সহজ অর্থ হল হোয়াটস অ্যাপ, ফেসবুক,ইনস্টা ও ইউটিউব ব্যবহার করা যাবে না। এমনকী কোনও সাইটও খোলা যাবে না। আর এটাই হল সমস্যার বিষয়। যদিও যারা ইন্টারনেট ব্যবহার করেন না, তাদের জন্য সেরা হতে পারে এই প্ল্যান। তারা সস্তায় এই প্ল্যানটির রিচার্জ করে ফেলতে পারেন। 

Advertisement

এছাড়া যাদের বাড়িতে এবং অফিসে ওয়াইফাই রয়েছে, তারাও এই প্ল্যান ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বাইরে বেরলে এই মোবাইলে ইন্টারনেট থাকবে না। তবে বাড়িতে এবং অফিসে ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটা চলবে।

পাশাপাশি এই প্ল্যানটা তাদের জন্যও খুব ভাল, যারা দুটো সিম ব্যবহার করেন। সেক্ষেত্রে এই রিচার্জের মাধ্যমে সিমটা অ্যাক্টিভ রাখতে পারেন। আর অন্য সিমে ঠিক ঠাক রিচার্জ করে নিন। তাতে সাশ্রয় হবে।
 

 

POST A COMMENT
Advertisement