Kia Carens Clavis EV: লঞ্চ হল KIA-র মারকাটারি ইলেকট্রিক গাড়ি, ৪৯০ কিমি রেঞ্জ, ৩৯ মিনিটেই ফুল চার্জ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক Kia আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে তাদের নতুন ৭ আসনের পারিবারিক ইলেকট্রিক গাড়ি Kia Carens Clavis EV লঞ্চ করল। স্টাইল, রেঞ্জ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই এমপিভি (MPV) এখন দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে, স্ট্যান্ডার্ড রেঞ্জ ও এক্সটেন্ডেড রেঞ্জ।

Advertisement
লঞ্চ হল KIA-র মারকাটারি ইলেকট্রিক গাড়ি, ৪৯০ কিমি রেঞ্জ, ৩৯ মিনিটেই ফুল চার্জ
হাইলাইটস
  • দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক Kia আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে তাদের নতুন ৭ আসনের পারিবারিক ইলেকট্রিক গাড়ি Kia Carens Clavis EV লঞ্চ করল।
  • স্টাইল, রেঞ্জ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই এমপিভি (MPV) এখন দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে, স্ট্যান্ডার্ড রেঞ্জ ও এক্সটেন্ডেড রেঞ্জ।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক Kia আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে তাদের নতুন ৭ আসনের পারিবারিক ইলেকট্রিক গাড়ি Kia Carens Clavis EV লঞ্চ করল। স্টাইল, রেঞ্জ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই এমপিভি (MPV) এখন দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে, স্ট্যান্ডার্ড রেঞ্জ ও এক্সটেন্ডেড রেঞ্জ।

দাম ও বুকিং
দাম শুরু: ১৭.৯৯ লাখ (এক্স-শোরুম)
টপ ভেরিয়েন্টের দাম: ২৪.৪৯ লাখ (এক্স-শোরুম)
বুকিং শুরু: ২২ জুলাই থেকে, Kia India-র অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত ডিলারশিপে

 শক্তি ও পারফরম্যান্স
Carens Clavis EV-তে রয়েছে দুটি ব্যাটারি বিকল্প— 42 kWh ব্যাটারি: রেঞ্জ 404 কিমি, 51.4 kWh ব্যাটারি: রেঞ্জ 490 কিমি
চার্জিং ক্ষমতা: 100kW DC ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩৯ মিনিটে ১০%-৮০% চার্জ
মোটর: ১৭১ হর্সপাওয়ার, ২৫৫ Nm টর্ক
অ্যাক্সেলেশন: ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা মাত্র ৮.৪ সেকেন্ডে
৪-স্তরের রিজেনারেটিভ ব্রেকিং ও ড্রাইভ মোড সিলেক্টর

কেবিন ও ফিচার
Carens Clavis EV-এর অভ্যন্তরে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ১২.৩ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম। ১২.৩ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো। প্যানোরামিক সানরুফ। প্রিমিয়াম বোস সাউন্ড সিস্টেম। ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট। গাড়িটি শুধুমাত্র ৭-সিটের ভ্যারিয়েন্টে উপলব্ধ।

নিরাপত্তা
নিরাপত্তার দিক থেকেও এই গাড়িটি আধুনিক। ৬টি এয়ারব্যাগ। ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। ABS, EBD, ESC, হিল-স্টার্ট অ্যাসিস্ট। টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। অল-ফোর-ডিস্ক ব্রেক। লেভেল-২ ADAS (অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম)। ৩৬০-ডিগ্রি ক্যামেরা (উচ্চতর ট্রিমে)।

লুক ও ডিজাইন
বাহ্যিকভাবে এটি অনেকটাই ICE ভ্যারিয়েন্টের মতো হলেও কিছু কসমেটিক পরিবর্তন আনা হয়েছে। নতুন বাম্পার ও ফ্রন্টে চার্জিং পোর্ট। LED DRL যুক্ত পাতলা লাইটিং ব্যান্ড। নতুন ডিজাইনের অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল। পেছনে EV ব্যাজ। 

 

POST A COMMENT
Advertisement