scorecardresearch
 

Kolkata-Coachbehar Flight: কলকাতা-কোচবিহার বিমান তিনদিন ধরে বন্ধ, কবে চালু হবে?

Kolkata-Coachbehar Flight: , ‘১ জুন থেকে সপ্তাহে প্রতিদিনই বিমান চলাচল করবে। এই বিমান পরিষেবায় যাত্রীদের যথেষ্ট চাহিদা আছে। কোচবিহার-কলকাতা রুটে নয় আসনের বিমান চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।

Advertisement
কলকাতা-কোচবিহার বিমান তিনদিন ধরে বন্ধ, কবে চালু হবে? কলকাতা-কোচবিহার বিমান তিনদিন ধরে বন্ধ, কবে চালু হবে?

Kolkata-Coachbehar Flight: গত তিনদিন ধরে বন্ধ হয়ে রয়েছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা। বিমানবন্দর সূত্রে খবর, টেকনিকাল কারণে পরিষেবা তিনদিন বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। এয়ারক্র্যাফটের সমস্যার কারণে পরিষেবা বন্ধ রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ফের উড়ান অনিয়মিত  হয়ে পড়ল কি না। 

গত ৩১ মার্চ থেকে বিমান পরিষেবার সময়ের পরিবর্তন করা হয়। আগে কলকাতা থেকে বিমান বেলা ১২টা ২৫ মিনিটে এসে নামত। আবার বেলা ১২টা ৪০ মিনিটে ফিরতি উড়ান চলে যাবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১২টা ০৫ মিনিটে এসে বিমান নামবে এবং বেলা ১২টা ২৫ মিনিটে এখান থেকে কলকাতার উদ্দেশে রওনা হবে। একটি সূত্রের খবর বিমান পরিষেবা সংক্রান্ত চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় বিমান পরিষেবা বন্ধ আছে। তবে আসল কারণ কী তা পরিষ্কার নয়, বিমানবন্দর বা বিমান কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি না মেলায়।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টেকনিকাল কারণে ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকার কথা। তবে ৮ এপ্রিল থেকে বিমান চলবে। এখন এদিন চলে কি না, তা দেখতে মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ।

কোচবিহারে বিমান চালু হওয়ায় এদিককার বিমান ধরতে চাওয়া যাত্রীদের শিলিগুড়িতে যেতে হত। এখানে ফের উড়ান চালু হওয়ায় সুবিধা হয়েছিল। ফের বন্ধ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। রাজ আমল থেকেই কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল। তবে পরে যাত্রী না হওয়ায় ও নানা সমস্যায় পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে। ১৯৯৫ সালে কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা পাকাপাকিভাবে বন্ধ হয়া যায়। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় এলে কয়েক মাসের মধ্যেই কোচবিহার বিমানবন্দর থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করে।  কিন্তু যাত্রীর অভাবে ফের কয়েকদিনের মধ্যেই পরিষেবা মুখ থুবড়ে পড়ে। এরপর বারবার চালু হয় ও কয়েক দফায় বন্ধ হয়ে যায়। শেষমেষ ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ৯ আসনের বিমান পরিষেবা এখানে শুরু হয়েছে। যা এখনও চলছে। এবার সেটিও বন্ধ হল কি না তা নিয়ে উদ্বেগে এলাকাবাসী।

Advertisement

 

Advertisement