প্রজাতন্ত্র দিবসে মেট্রোর পরিমাণ কমাচ্ছে রেল, প্রথম ও শেষ ট্রেনের টাইম জানুন
২৬ জানুয়ারি কলকাতা মেট্রোয় বড় আপডেট। জাতীয় ছুটির দিন হওয়ায় আগামীকাল অপেক্ষাকৃত কম ট্রেন চালাবে কলকাতা মেট্রো। মূলত ব্লু লাইন ও ইয়েলো লাইনের ট্রেন চলাচলের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। সেগুলি কী কী?
প্রজাতন্ত্র দিবসে মেট্রোর পরিমাণ কমাচ্ছে রেল- কলকাতা,
- 25 Jan 2026,
- (Updated 25 Jan 2026, 3:34 PM IST)
হাইলাইটস
- ২৬ জানুয়ারি কলকাতা মেট্রোয় বড় আপডেট।
- আগামীকাল অপেক্ষাকৃত কম ট্রেন চালাবে কলকাতা মেট্রো।
- ব্লু লাইন ও ইয়েলো লাইনের ট্রেন চলাচলের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
২৬ জানুয়ারি কলকাতা মেট্রোয় বড় আপডেট। জাতীয় ছুটির দিন হওয়ায় আগামীকাল অপেক্ষাকৃত কম ট্রেন চালাবে কলকাতা মেট্রো। মূলত ব্লু লাইন ও ইয়েলো লাইনের ট্রেন চলাচলের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। সেগুলি কী কী? কোন লাইনে প্রথম মেট্রো সার্ভিস চালু হবে? বুঝে নেওয়া যাক।
ব্লু লাইন
কলকাতা মেট্রোর ব্লু লাইনে ২৭২টি ট্রেনের বদলে ১৮২টি (৯১টি আপ+৯১টি ডাউন) ট্রেন চালাবে কলকাতা মেট্রো।
প্রথম সার্ভিস:
- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ০৬:৫০ (কোনও পরিবর্তন নেই)
- নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম ০৬:৫০ (কোনও পরিবর্তন নেই)
- মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর ০৬:৫৫ (কোনও পরিবর্তন নেই)
- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ০৬:৫৫ (কোনও পরিবর্তন নেই)
শেষ সার্ভিস:
- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ২১.১৮ (কোনও পরিবর্তন নেই)
- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ২১:৩৩ (২১:৩৫-এর বদলে)
- শহিদ ক্ষুদিরাম থেকে দমদম ২১:৪৫ (২১:৪৪ এর পরিবর্তে)
ইয়েলো লাইন
কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে সোমবার ৯২টি (৪৬টি আপ+৪৬টি ডাউন) ট্রেন চালাবে কলকাতা মেট্রো। সাধারণ দিনে এই রুটে মোট ১২০টি পরিষেবা দেওয়া হয়।
প্রথম সার্ভিস
- নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর ০৭:১৮ (কোনও পরিবর্তন নেই)
- জয় হিন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া ০৭:৪০ (কোনও পরিবর্তন নেই)
শেষ সার্ভিস
- নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর ২০:৫৮ (রাত ২১:০০ এর পরিবর্তে)
- জয় হিন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া (রাত ২১:১৮ এর পরিবর্তে)
অন্যদিকে, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে এই পরিষেবা স্বাভাবিক থাকবে বলে মেট্রো রেলের জানানো হয়েছে।