LED Smart TV Price: LED স্মার্ট টিভি কেনার প্ল্যান? নতুন বছরে হু হু করে বাড়বে দাম

বাড়তে চলেছে টেলিভিশনের দাম। তাই নতুন বছরে LED স্মার্ট টিভি কেনার প্ল্যান করে থাকলে ট্যাঁকের কড়ি খসতে পারে অনেক বেশি। দাম বাড়তে পারে ৩-৪%। কেন রাতারাতি টেলিভিশন সেটের দামে ফারাক আসতে চলেছে? জানুন বিস্তারিত...

Advertisement
 LED স্মার্ট টিভি কেনার প্ল্যান? নতুন বছরে হু হু করে বাড়বে দাম
হাইলাইটস
  • নতুন বছরে LED স্মার্ট টিভি কেনার প্ল্যান?
  • ট্যাঁকের কড়ি খসতে পারে অনেক বেশি
  • দাম বাড়তে পারে ৩-৪%

নতুন টিভি কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে অবশ্যই জেনে নিন নতুন বছর টিভি কিনতে গেলে পকেট থেকে অনেকটা টাকা খসতে পারে। ব্যয়বহুল হতে পারে টেলিভিশন সেট। জানুয়ারি মাসে আচমকা উল্লেখযোগ্য ভাবে টিভির দাম বৃদ্ধির কারণ কী? 

জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই টেলিভিশন সেটের দাম ৩-৪% বৃদ্ধি পাবে। এর প্রধান কারণ হল টিভিতে ব্যবহৃত মেমোরি চিপের ঘাটতি। পাশাপাশি ভারতীয় মুদ্রার পতন টিভি শিল্পকেও সমস্যায় ফেলেছে। যা মার্কিন ডলারের নিরিখে ৯০-এর নীচে নেমে গিয়েছে। সোমবারও এই পতন অব্যাহত রয়ছে এবং বর্তমানে দাঁড়িয়েছে ৯০.৬৩-এ। 

রুপির পতন সরাসরি টিভি শিল্পে প্রভাব ফেলেছে। কারণ LED টিভিতে দেশীয় মূল্য সংযোজন মাত্র ৩০%। তবে ওপেল সেল, সেমিকন্ডাক্টর চিপ এবং মাদারবোর্ডের মতো প্রধানউপাদানগুলি আমদানি করা হয় এবং রুপির দর পড়ে যাওয়ায় তাদের আমদানিতে আরও বেশি অর্থ ব্যয় করতে বাধ্য করছে। 

একদিকে যেমন টাকার পতন টিভি শিল্পকে সমস্যায় ফেলেছে, অন্যদিকে এতে ব্যবহৃত মেমোরি চিপের ঘাটতি এবং ক্রমবর্ধমান দাম এই সমস্যা বাড়াতে বড় ভূমিকা পালন করেছে। আসলে চিপের ঘাটতি এবং ক্রমবর্ধমান দাম এই সমস্যা বাড়াতে বড় ভূমিকা পালন করেছে। AI সার্ভারের জন্য উচ্চ-ব্যান্ডউইথ মেমোরি (HBM)-এর বিশাল চাহিদার কারণে বিশ্বজুড়ে এর বিশাল ঘাটতি দেখা গিয়েছে। যার কারণে সকল ধরনের মেমোরির দাম বাড়ছে। চিপ নির্মাতারা আরও লাভজনক AI চিপের উপর মনযোগ দিচ্ছেন। এতে টিভির মতো পুরনো ডিভাইসের সরবরাহ হ্রাস পাচ্ছে। 

হাইয়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার চেয়ারম্যান এনএস সতীশের বলেন, 'মেমোরি চিপ সঙ্কট এবং টাকার মূল্য হ্রাসের কারণে LED টিভির দাম ৩% পর্যন্ত বাড়তে পারে।' কিছু টিভির নির্মাতা ইতিমধ্যেই তাদের ডিলারদের সম্ভাব্য দাম বৃদ্ধি সম্পর্কে সতর্ক করেছে।' থমসন, কোডাক এবং ব্লাউপাঙ্কটের মতো বিশ্বব্যাপী ব্র্যান্ডের লাইসেন্সধারী সুপার প্লাস্ট্রোনিক্স প্রাইভেট লিমিটেডের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ মাসে মেমোরি চিপের দাম ৫০% বেড়েছে। CEO অবনীত সিং মারওয়াহ বলেন, 'জানুয়ারি থেকে টিভির দাম ৭-১০% বাড়তে পারে।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement