scorecardresearch
 

LIC Share in JioFin: বিশাল চুক্তি! আম্বানির JioFin-এর ৬.৬% শেয়ার নিল LIC

সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে Jio Financial-এর ডিমার্জার (de-merger) হয়েছে। এর ফলে ৪.৬৮%-এর জন্য যে টাকা দিতে হত, সেই সমান খরচের সমান দরেই এলআইসি জিও-র শেয়ার পেয়ে গিয়েছে। ৩০ জুন, ২০২৩ পর্যন্ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে LIC-র ৬.৪৯ শতাংশ শেয়ার ছিল।

Advertisement
আম্বানির JioFin-এর ৬.৬% শেয়ার নিল LIC আম্বানির JioFin-এর ৬.৬% শেয়ার নিল LIC
হাইলাইটস
  • মুকেশ আম্বানির সঙ্গে বড় চুক্তি করল LIC।জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (FSL)-এর ৬.৬৬ শতাংশ শেয়ার কিনল দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC।
  • লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) জানিয়েছে, এক ডিমার্জার প্রক্রিয়ার মাধ্যমে এই শেয়ার কিনেছে তারা।
  • শেয়ারবাজারে দেওয়া তথ্যানুযায়ী, জিও ফিনান্সিয়াল সার্ভিসে ৬.৬৬ শতাংশ শেয়ারহোল্ডিং কিনেছে LIC।

মুকেশ আম্বানির সঙ্গে বড় চুক্তি করল LIC।জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (FSL)-এর ৬.৬৬ শতাংশ শেয়ার কিনল দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) জানিয়েছে, এক ডিমার্জার প্রক্রিয়ার মাধ্যমে এই শেয়ার কিনেছে তারা। শেয়ারবাজারে দেওয়া তথ্যানুযায়ী, জিও ফিনান্সিয়াল সার্ভিসে ৬.৬৬ শতাংশ শেয়ারহোল্ডিং কিনেছে LIC।

সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে Jio Financial-এর ডিমার্জার (de-merger) হয়েছে। এর ফলে ৪.৬৮%-এর জন্য যে টাকা দিতে হত, সেই সমান খরচের সমান দরেই এলআইসি জিও-র শেয়ার পেয়ে গিয়েছে। ৩০ জুন, ২০২৩ পর্যন্ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে LIC-র ৬.৪৯ শতাংশ শেয়ার ছিল।

মুকেশ আম্বানির Jio Financial Services-এ  LIC-র বিনিয়োগের খবর ছড়িয়ে পড়তেই বাজারে হুড়োহুড়ি পড়ে যায়। চুক্তির ঘোষণার পর এক শতাংশেরও বেশি বেড়েছে LIC-র শেয়ার। মঙ্গলবার LIC-র শেয়ার ১.৭০ শতাংশ বেড়ে ৬৬৩.২৫ টাকায় ক্লোজ হয়েছে। সকাল ৯.১৫ টায়, LIC-র শেয়ার ৬৫৩.৮০ টাকায় ওপেন হয়েছিল। সর্বোচ্চ ৬৬৭ টাকায় পৌঁছে গিয়েছিল।

আরও পড়ুন

গত ২১ অগাস্ট লিস্টিং হয় Jio Financial Services-এর। সেইদিন লোয়ার সার্কিটেই ছিল সংস্থা। দ্বিতীয় দিনেও অবস্থা প্রায় একই ছিল।মঙ্গলবার শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে Jio Fin Share আবার নিম্নমুখী হয়। প্রায় ৫ শতাংশ কমে ২৩৬.৪৫ টাকায় চলে যায়। Jio Financial Services Limited (JFSL)-এর শেয়ার সোমবার BSE-তে ২৬৫ টাকা এবং NSE-তে ২৬২ টাকায় তালিকাভুক্ত হয়। আর্থিক পরিষেবা সংস্থা এটি। মার্কেট ক্যাপ প্রায় ১.৬০ লক্ষ কোটি টাকা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিচ্ছিন্ন আর্থিক পরিষেবা সংস্থা জিও ফিন। সংস্থার শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, প্রোমোটার গ্রুপ অর্থাৎ আম্বানি পরিবারের এই কোম্পানিতে ৪৬ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানির প্রধান স্টেকহোল্ডারদের মধ্যে রয়েছে LIC-ও। গত ২০ জুলাই ডি-মার্জারের পরে, Jio Financial Services (নতুন নাম) এর স্টকের দাম শেয়ার প্রতি ২৬১.৮৫ টাকা স্থির করা হয়েছিল। উল্লেখযোগ্য, ডিমার্জারের পরে, রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের নাম পরিবর্তন করে জিও ফিনান্সিয়াল করা হয়েছে। এই ডিমার্জারের অধীনে, RIL-এর এক-একটি শেয়ারের জন্য Jio Financial-এর ১টি করে অতিরিক্ত শেয়ার দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement