LIC Jeevan Anandলাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) বিমা হিসাবে খুবই জনপ্রিয়। বিমার মূল কাজ ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এর পাশাপাশি ভাল রিটার্নে কারণেও আমজনতা LIC বিমা বা পলিসিতে বিনিয়োগ করতে পছন্দ করেন। প্রবীণ নাগরিক এবং শিশুদের জন্যও LIC-র বেশ কিছু পলিসি প্ল্যান আছে। আপনার চাহিদা অনুযায়ী সঠিক LIC প্ল্যানে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন। তবে বেশি প্রিমিয়ামের কারণে অনেকেই পলিসিতে বিনিয়োগ করেন না। LIC-র কিছু স্কিমে কম প্রিমিয়ামেই ভাল রিটার্ন পেতে পারেন।
এই প্রতিবেদনে LIC-র জীবন আনন্দ(Jeevan Anand) প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। এই প্ল্যানে দিনে মাত্র ৪৫ টাকা করে সঞ্চয় করেই ২৫ লক্ষ টাকার একটি ফান্ড গড়ে তুলতে পারবেন।
জীবন আনন্দ পলিসিতে কম প্রিমিয়ামেই ভাল রিটার্ন মেলে। ফলে মধ্যবিত্তদের জন্য এটি খুব ভাল অপশন।
এতে পলিসি হোল্ডার অনেক বেশি ম্যাচিউরিটি বেনিফিটস পান। এই প্ল্যানে ন্যূনতম নিশ্চিত অঙ্ক হল ১ লক্ষ টাকা। কোনও সর্বোচ্চ সীমা নেই৷
LIC Jeevan Anand Calculation
এই পলিসিতে আপনাকে প্রতি মাসে ১,৩৫৮ টাকা করে জমা দিতে হবে। আর সেটা করলেই আপনি ২৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। অর্থাৎ, এই স্কিমে আপনাকে প্রতিদিন মাত্র ৪৫ টাকা করে জমা করতে হবে। এটি বেশ দীর্ঘমেয়াদী প্ল্যান। এতে আপনাকে ১৫ বছর থেকে ৩৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।
আপনি যদি এই পলিসিতে ৩৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনি মেয়াদপূর্তির পরে ২৫ লক্ষ টাকা পাবেন। এই পলিসিতে আপনি বার্ষিক ১৬,৩০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন।
বোনাস পাবেন
এই স্কিমে দুইবার বোনাস দেওয়া হয়। আপনি যদি ৩৫ বছরের জন্য প্রতি বছর ১৬,৩০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আপনি সব মিলিয়ে মোট ৫,৭০,৫০০ টাকা জমা করছেন। পলিসির নিয়ম অনুযায়ী, মূল অঙ্কের পরিমাণ হবে ৫ লক্ষ টাকা৷
মেয়াদপূর্তির পর, পলিসি ধারক ৮.৬০ লক্ষ টাকার রিভিশনারি বোনাস এবং ১১.৫০ লাখ টাকার চূড়ান্ত বোনাস পাবেন। এই বোনাস পলিসিতে জমা করা টাকার উপরি হিসাবে পাবেন। এই বোনাসের সুবিধা পেতে, ন্যূনতম ১৫ বছরের পলিসি করতে হবে।
কী কী বেনেফিটস পাবেন?
দ্রষ্টব্য: আর্থিক বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ মাত্র। বিনিয়োগের আগে অবশ্যই আপনার বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিন।