LIC Policy: মাত্র ২০০ টাকা বিনিয়োগ করুন, মেয়াদ শেষে পান ২৮ লাখ

প্ল্যানের মেয়াদ সর্বনিম্ন ১২ বছর। এবং সর্বোচ্চ ২০ বছর। ১২ বছর থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই পলিসি কিনতে পারবেন। ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে এই পলিসির প্রিমিয়াম দিতে পারেন। পলিসির ন্যূনতম নিশ্চিত অর্থ ১.৫ লক্ষ টাকা। এর কোনও সর্বোচ্চ সীমা নেই। 

Advertisement
মাত্র ২০০ টাকা বিনিয়োগ করুন, মেয়াদ শেষে পান ২৮ লাখ এলআইসি পলিসি।
হাইলাইটস
  • গ্রাহকদের নানাবিধ পলিসি রয়েছে সংস্থার ভাঁড়ারে।
  • LIC-এর এমনই একটি স্কিম 'জীবন প্রগতি প্ল্যান'।

দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)। গ্রাহকদের নানাবিধ পলিসি রয়েছে সংস্থার ভাঁড়ারে। শিশুদের থেকে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে একাধিক স্কিম। যে কোনও বয়সের ব্যক্তি এলআইসি পলিসি বেছে নিতে পারেন। এবং  সুরক্ষিত রাখতে পারেন নিজের ভবিষ্যৎ। LIC-এর এমনই একটি স্কিম 'জীবন প্রগতি প্ল্যান'। এই স্কিমে প্রতিদিন ২০০ টাকা বিনিয়োগ করে ২৮ লক্ষ টাকা সঞ্চয় করে পারেন পলিসিধারক। LIC-তে বিনিয়োগের কথা ভেবে থাকলে জীবন প্রগতি প্ল্যান নিতে পারেন।

জীবন প্রগতি প্ল্যানের গ্রাহকরা বিনিয়োগের উপর দুর্দান্ত রিটার্ন-সহ আজীবন বিমার সুবিধা পান। কোনও পলিসিধারক এই স্কিমে প্রতিদিন ২০০ টাকা করে বিনিয়োগ করলে মাসে দাঁড়াবে ৬০০০ টাকা। এই স্কিমে ২০ বছরের জন্য বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে ২৮ লক্ষ টাকা পাবেন। সেই সঙ্গে ঝুঁকি কভারও। 
                                                         

৫ বছরে ঝুঁকি কভার বাড়ে
 

এলআইসি জীবন প্রগতি প্ল্যানের বিশেষত্ব হল, প্রতি পাঁচ বছরে বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়ে৷ এর অর্থ যে পরিমাণ পান তা পাঁচ বছরে বৃদ্ধি পায়। পলিসিধারকের মৃত্যুর পরে বিমাকৃত অর্থ, সাধারণ বোনাস এবং ফাইনাল বোনাস একসঙ্গে দেওয়া হয়। 

কী ভাবে কভারেজ বাড়াবেন

জীবন প্রগতি প্ল্যানের মেয়াদ সর্বনিম্ন ১২ বছর। এবং সর্বোচ্চ ২০ বছর। ১২ বছর থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই পলিসি কিনতে পারবেন। ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে এই পলিসির প্রিমিয়াম দিতে পারেন। পলিসির ন্যূনতম নিশ্চিত অর্থ ১.৫ লক্ষ টাকা। এর কোনও সর্বোচ্চ সীমা নেই। 

ধরুন কেউ ২ লক্ষ টাকার একটি পলিসি কিনলেন, তাহলে প্রথম পাঁচ বছর তাঁর মৃত্যু হলে স্বাভাবিক নিয়মে টাকা পাবেন পরিজনরা। ৬ বছর থেকে ১০ বছরের জন্য কভারেজ হবে ২.৫ লক্ষ টাকা। কভারেজ ১০ থেকে ১৫ বছরে ৩ লক্ষ টাকায় পৌঁছবে।

Advertisement

আরও পড়ুন- এক টাকা আয়ও লুকোতে পারবেন না! কর জমায় AIS ও TIS ফর্ম

POST A COMMENT
Advertisement