LIC Saral Pension Plan: একবার টাকা জমা রেখেই মাসে ১২০০০ টাকার গ্যারেন্টিড পেনশন, ধামাকা প্ল্যান LIC-এর

বেসরকারি চাকরির জমানায় রিটায়ারমেন্ট নিয়ে তো ভাবতেই হবে। কারণ, আপনার কাছে তো আর সরকারি পেনশনের অপশন নেই। তাই মাইনের কিছুটা টাকা প্রতিমাসেই জমাতে হবে। তার মাধ্যমেই তৈরি করতে হবে পেনশন ফান্ড। তবে ভাল বিষয় হল, এমন কিছু পেনশন প্ল্যানও রয়েছে, যেগুলিতে রোজ বিনিয়োগ করার কোনও প্রয়োজন নেই। বরং একবার টাকা জমা রাখলেই সারাজীবন পেতে থাকবেন পেনশন। আর আজ LIC-এর এমনই একটি প্ল্যানের কথা বলব। এই প্ল্যানের মাধ্যমেই রিটায়ারমেন্ট হবে সুরক্ষিত।

Advertisement
একবার টাকা জমা রেখেই মাসে ১২০০০ টাকার গ্যারেন্টিড পেনশন, ধামাকা প্ল্যান LIC-এরএলআইসি-এর পেনশন প্ল্যান
হাইলাইটস
  • একবার টাকা জমা রাখলেই সারাজীবন পেতে থাকবেন পেনশন
  • আজ LIC-এর এমনই একটি প্ল্যানের কথা বলব
  • এই প্ল্যানের মাধ্যমেই রিটায়ারমেন্ট হবে সুরক্ষিত

বেসরকারি চাকরির জমানায় রিটায়ারমেন্ট নিয়ে তো ভাবতেই হবে। কারণ, আপনার কাছে তো আর সরকারি পেনশনের অপশন নেই। তাই মাইনের কিছুটা টাকা প্রতিমাসেই জমাতে হবে। তার মাধ্যমেই তৈরি করতে হবে পেনশন ফান্ড। তবে ভাল বিষয় হল, এমন কিছু পেনশন প্ল্যানও রয়েছে, যেগুলিতে রোজ বিনিয়োগ করার কোনও প্রয়োজন নেই। বরং একবার টাকা জমা রাখলেই সারাজীবন পেতে থাকবেন পেনশন। আর আজ LIC-এর এমনই একটি প্ল্যানের কথা বলব। এই প্ল্যানের মাধ্যমেই রিটায়ারমেন্ট হবে সুরক্ষিত।

স্বামী ও স্ত্রী মিলে প্ল্যানটা নিতে পারেন...

এই প্ল্যানে প্রতি মাসে বিনিয়োগ করার কোনও ঝক্কি নেই। বরং একবার টাকা রাখলেই পেতে থাকবেন পেনশন। আর এই প্ল্যানটার নাম হল LIC Saral Pension Plan। ৪০ বছর থেকে ৮০ বছর হল প্ল্যানটির এজ লিমিট। আপনি চাইলে একা বা স্বামী-স্ত্রী দুইজনে মিলে এই প্ল্যানটা করে নিতে পারেন। যার ফলে অবসরের পর আর চিন্তা করতে হবে না।

একই পেনশন পেয়ে যাবেন...

LIC-এর তরফে জানা গিয়েছে, এই প্ল্যানে শুধুমাত্র একবার টাকা দিতে হবে। তার মাধ্যমেই সারাজীবন পেয়ে যাবেন পেনশন। এটা শুধুমাত্র অবসরের জন্যই তৈরি করা।

এক্ষেত্রে আপনি যদি রিটায়ারেমেন্টের পরও এই স্কিমে নিজের পিএফ বা গ্র্যাচুরিটির টাকা এই প্ল্যানে দিয়ে দেন, তাহলেও পেতে থাকবেন পেনশন। কোনও সমস্যা হবে না।

আর এই পলিসি যে সারাজীবন চালিয়ে যেতে হবে, এমনটা নয়। বরং আপনি চাইলে শুরু করার ৬ মাস পরই এই পলিসি বন্ধ করে দিতে পারেন।

এখানেই শেষ নয়, এই পলিসিতে মিলবে ডেথ বেনিফিটও। সেক্ষেত্রে পলিসি হোল্ডার মারা গেলে নমিনি টাকাটা পেয়ে যাবেন।

ন্যূনতম কত টাকা বিনিয়োগ করতে হবে?

এলআইসি সরল পেনশন স্কিমের মাধ্যমে ন্যূনতম বার্ষিক ১২ হাজার টাকা পাওয়ার পলিসি কিনতে পারেন। তবে এর কোনও আপারলিমিট নেই। আপনি যত টাকা পেনশন চান, সেই মতো টাকা ইনভেস্ট করতে পারবেন। সেই মতো মাসে, ত্রৈমাসিকে বা ছয় মাস অন্তর, নিজের ইচ্ছেমতো পেয়ে যাবেন টাকা। এছাড়া আপনি এই পলিসির জন্য ঋণ নিতেও পারবেন।

Advertisement

১২০০০ টাকা প্রতি মাসে পাওয়ার হিসেব

এলআইসি সরল পেনশন স্কিমের মাধ্যমে ৪২ বছরের কোনও ব্যক্তি যদি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি সারাজীবন ১২,৩৮৮ টাকা করে পেনশন হিসেবে পেয়ে যাবেন। আর এই প্ল্যানটি আপনি অনলাইনেও গিয়ে কিনে ফেলতে পারবেন। সেক্ষেত্রে www.licindia.in-এ গিয়ে পলিসিটা কিনে নিন।

POST A COMMENT
Advertisement