Local Trains Cancelled: ফের লোকাল ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়, ব্যান্ডেল-কাটোয়া রুটেও বড় বদল

হাওড়া-বর্ধমান রুটে ফের একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। কয়েকদিন আগেই বাতিলের খবরে যাত্রীদের নাজেহাল হতে হয়েছিল। এবারও একই কারণে আটকে গেল যাত্রা।

Advertisement
ফের লোকাল ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়, ব্যান্ডেল-কাটোয়া রুটেও বড় বদলফাইল ফটো।
হাইলাইটস
  • হাওড়া-বর্ধমান রুটে ফের একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
  • কয়েকদিন আগেই বাতিলের খবরে যাত্রীদের নাজেহাল হতে হয়েছিল।

হাওড়া-বর্ধমান রুটে ফের একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। কয়েকদিন আগেই বাতিলের খবরে যাত্রীদের নাজেহাল হতে হয়েছিল। এবারও একই কারণে আটকে গেল যাত্রা।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা ২০ মিনিট থেকে শুরু হয়ে, ৩১ অগাস্ট রবিবার ভোর ৩টে ২০ মিনিট পর্যন্ত মোট ৩৬০ মিনিট ধরে ট্র্যাফিক ব্লক চলবে। এই সময়ে বাতিল থাকছে চারটি লোকাল ট্রেন

36860 বর্ধমান – হাওড়া লোকাল

36855 হাওড়া – বর্ধমান লোকাল

37857 হাওড়া – বর্ধমান লোকাল

37512 বর্ধমান – হাওড়া লোকাল

রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 
অন্যদিকে, ট্র্যাক মেরামতির কাজ চলবে হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম ও পূর্বস্থলী স্টেশনের মাঝে। রাত ২টো ১০ থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। তবে এবার শুধু একদিন নয়, একটানা ৮ দিন ধরে (২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত) চলবে রক্ষণাবেক্ষণ কার্য।

এর ফলে ওই সময়ে বাতিল থাকবে ব্যান্ডেল-কাটোয়া রুটের দুটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন

37741 ব্যান্ডেল – কাটোয়া লোকাল

37742 কাটোয়া – ব্যান্ডেল লোকাল

যাত্রীদের ভোগান্তি বাড়ল
টানা ট্রেন বাতিলের ঘটনায় ফের সমস্যায় পড়তে চলেছেন প্রতিদিনের অফিসযাত্রী ও সাধারণ মানুষ। কয়েকদিন বন্ধ থাকার পর সামান্য স্বস্তি মিললেও, ফের একটানা আটদিন লোকাল না চলায় যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলেই আশঙ্কা।

 

POST A COMMENT
Advertisement