Low Cost 9 Carat Gold Jewellery: জলের দরে ৯ ক্যারেট সোনা, কী কী গয়না গড়তে পারবেন

বিগত কয়েক বছরে সোনার দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু। তবু আজও বিয়ে বা কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নাই এখনও সবথেকে বেশ জনপ্রিয়। সাধারণ মানুষ ২২ ক্যারেট সোনার গয়নার পরিবর্তে ১৮ ক্যারেট সোনার গয়নার দিকে ঝুঁকছে। কেন্দ্র সমস্ত ৯ ক্যারেট সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে। এবার ১ ভরি সোনা ৩৮ হাজারেরও কম টাকায় কেনা যাবে। আর লাখ টাকার সোনা কিনতে হবে না।

Advertisement
জলের দরে ৯ ক্যারেট সোনা, কী কী গয়না গড়তে পারবেনসোনার গয়না

Low Cost 9 Carat Gold Jewellery: বিগত কয়েক বছরে সোনার দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু। তবু আজও বিয়ে বা কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নাই এখনও সবথেকে বেশ জনপ্রিয়। সাধারণ মানুষ ২২ ক্যারেট সোনার গয়নার পরিবর্তে ১৮ ক্যারেট সোনার গয়নার দিকে ঝুঁকছে। কেন্দ্র সমস্ত ৯ ক্যারেট সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে। এবার ১ ভরি সোনা ৩৮ হাজারেরও কম টাকায় কেনা যাবে। আর লাখ টাকার সোনা কিনতে হবে না।

২০২৪ সালে ১৮ ক্যারেটের সোনার গয়নার চাহিদা বছরে ২৫% বৃদ্ধি পেয়েছে। তরুণ-তরুণীদের মধ্যে গ্রাহকেরা ১৮ ক্যারেটের রোজ গোল্ডে পছন্দ করছেন। এবং এটি সাশ্রয়ীও। এবার বাড়তে চলেছে ৯ ক্যারেট গয়নার চাহিদাও।

১৪ ক্যারেট এবং ৯ ক্যারেটের গয়নার চাহিদাবৃদ্ধি
স্বর্ণ ব্যবসায়ীরা বলেন, ক্যারেট যত কম হবে, গয়না তত মজবুত হবে। তাই, গয়না বিক্রেতারা নতুন এবং আধুনিক ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। যে কারণে তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা বেড়েছে। 

৯ ক্যারেট সোনার সুবিধা
৯ ক্যারেট সোনার গহনার জন্যও হলমার্কিং বাধ্যতামূলক। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) বাধ্যতামূলক হলমার্কিং বিভাগের তালিকায় ৯ ক্যারেট সোনা অন্তর্ভুক্ত করেছে। এই নিয়মটি এই জুলাই মাস থেকে কার্যকর হয়েছে, অর্থাৎ, এখন হলমার্কযুক্ত ৯ ক্যারেট সোনার গয়না কিনতে পারবেন। আগে, ১৪, ১৮, ২০, ২২, ২৩ এবং ২৪ ক্যারেট সোনার গয়নাতে হলমার্কিং বাধ্যতামূলক ছিল।

৯ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৩৭,০০০ থেকে ৩৮,০০০ টাকা হতে পারে। যেখানে ২২ ক্যারেট সোনার গয়নার জন্য কমপক্ষে ১ লক্ষ টাকা দিতে হয়। সরকারের এই পদক্ষেপ গ্রাহকদের সোনার বিশুদ্ধতা নিয়ে সঠিক তথ্য দেবে। ৯ ক্যারেট সোনা ২২ বা ২৪ ক্যারেট সোনার চেয়ে সস্তা এবং এর উপর আধুনিক নকশা তৈরি করাও সহজ।

হলমার্কিং রফতানি বৃদ্ধি করবে
শুধু তাই নয়, ৯ ক্যারেট সোনার গয়নায় হলমার্কিং রফতানি বৃদ্ধি করবে। কারণ এটি আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। তাই বিদেশেও ৯ ক্যারেট সোনার ব্যাপক চাহিদা রয়েছে। ৯ ক্যারেটের সোনার গয়নার জন্য হলমার্কিং বাধ্যতামূলক করা গ্রাহকদের নিরাপত্তা প্রদান করবে। ৯ ক্যারেটের সোনার গয়নার জনপ্রিয়তাও বৃদ্ধি করবে।

Advertisement

POST A COMMENT
Advertisement