LPG Cylinder Price: ১ ডিসেম্বর থেকে সস্তা হচ্ছে রান্নার গ্যাস, নতুন দাম কত?

দেশের একটা বড় অংশ এখন LPG গ্যাসে রান্না করেন। তাতে যেমন দূষণ হয় কম, তেমনই তাড়াতাড়ি রান্নাও হয়। তাই এখন বাড়ি বাড়ি গ্যাসের ব্যবহার বাড়ছে। আর এত ব্যবহার বৃদ্ধির জন্য গ্যাসের দামের দিকেও থাকে নজর। সেটা বাড়ল না কমল, সেই বিষয়টা মাথায় ঘুরতে থাকে সাধারণ মানুষের। আর ১ নভেম্বর থেকে LPG গ্যাসের দামেও আসছে বদল।

Advertisement
১ ডিসেম্বর থেকে সস্তা হচ্ছে রান্নার গ্যাস, নতুন দাম কত?LPG গ্যাসের দাম কমছে
হাইলাইটস
  • দেশের একটা বড় অংশ এখন LPG গ্যাসে রান্না করেন
  • তাতে যেমন দূষণ হয় কম, তেমনই তাড়াতাড়ি রান্নাও হয়
  • আর ১ নভেম্বর থেকে LPG গ্যাসের দামেও আসছে বদল

দেশের একটা বড় অংশ এখন LPG গ্যাসে রান্না করেন। তাতে যেমন দূষণ হয় কম, তেমনই তাড়াতাড়ি রান্নাও হয়। তাই এখন বাড়ি বাড়ি গ্যাসের ব্যবহার বাড়ছে। আর এত ব্যবহার বৃদ্ধির জন্য গ্যাসের দামের দিকেও থাকে নজর। সেটা বাড়ল না কমল, সেই বিষয়টা মাথায় ঘুরতে থাকে সাধারণ মানুষের।

আর ১ নভেম্বর থেকে LPG গ্যাসের দামেও আসছে বদল। তাই সেই বিষয়টা সম্পর্কে বিশদে জেনে নিন।

কী বদল আসছে?

আসলে প্রতি মাসের ১ তারিখেই সাধারণত LPG গ্যাসের দাম বদলে যায়। আর সেটা ব্যবসায় ব্যবহৃত LPG গ্যাস থেকে বাড়ির সিলিন্ডারের উপর প্রভাব ফেলে। এবারও সেই ধারার অন্যথা হয়নি। ১ ডিসেম্বর থেকে কিছুটা সস্তা হল বাণিজ্যিক গ্যাস। এক্ষেত্রে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৬.৫০ টাকা কমেছে। যার ফলে ব্যবসায়ীদের মুখের কোণে হাসি ফুটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রান্নার গ্যাসে কী বদল?

আমাদের মধ্যে কতজনই আর ব্যবসা করে। বেশিরভাগই রান্নার গ্যাস করেন ব্যবহার। যদিও ১ ডিসেম্বর বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও বদল আসেনি। তার যা দাম, সেটাই রয়েছে। অর্থাৎ মধ্যবিত্ত ভারতীয় এ বারও গ্যাসের দামে তেমন একটা সুরহা পেল না।

এখন গ্যাসের দাম কত?

কলকাতায় এখন বাড়ির ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা। এই টাকা খরচ করে আপনি ১৪.২ কেজির গ্যাস পাবেন। আর এই দামটা অনেকদিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এছাড়া আর কী কী নিয়মে বদল এসেছে?

১. এই মাসে ইউপিএস বা ইউনিফায়েড পেনশন স্কিমে বদল আসছে। এক্ষেত্রে ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের NPS বা UPS এর মধ্যে কোনও একটিকে বেছে নিতে হবে।

২. যারা পেনশন পান, তাদের ৩০ নভেম্বরের মধ্যে দিতে হবে লাইফ সার্টিফিকেট। নইলে পাওয়া যাবে না পেনশন।

৩. TDS Deduction এর নিয়মে বদল আসছে। যদি অক্টোবরে আপনার টিডিএস কেটে নেওয়া হয়, তাহলে আপনাকে ধারা ১৯৪-আইএ, ১৯৪-আইবি, ১৯৪এম এবং ১৯৪এস এর অধীনে বিবৃতি জমা দিতে হবে, যার সময়সীমা ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। অতিরিক্তভাবে, ধারা ৯২ই এর অধীনে রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন এমন করদাতারাও ৩০ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

Advertisement

৪. ডিসেম্বর ১ থেকে LPG, CNG, PNG এবং ATF-এর দামে বদল আসতে পারে।

 

POST A COMMENT
Advertisement