LPG Price Cut: বছরের শুরুতেই স্বস্তি, সস্তা হয়ে গেল LPG সিলিন্ডার, কলকাতায় কত দাম?

নতুন বছরের শুরুতেই স্বস্তি। দাম কমে গেল LPG সিলিন্ডারের।  দিল্লি থেকে মুম্বই পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৪-১৬ টাকা। তবে কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে।, তবে ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

Advertisement
বছরের শুরুতেই স্বস্তি, সস্তা হয়ে গেল LPG সিলিন্ডার, কলকাতায় কত দাম?দাম কমল এলপিজি সিলিন্ডারের।
হাইলাইটস
  • নতুন বছরের শুরুতেই স্বস্তি।
  • দাম কমে গেল LPG সিলিন্ডারের।  
  • কলকাতাতেও দাম কমল।

নতুন বছরের শুরুতেই স্বস্তি। দাম কমে গেল LPG সিলিন্ডারের।  দিল্লি থেকে মুম্বই পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৪-১৬ টাকা। তবে কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে।, তবে ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

সস্তা হল এলপিজি সিলিন্ডার

১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল। IOCL-এর ওয়েবসাইট মারফৎ জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১৮০৪ টাকা। ১ ডিসেম্বরে দাম ছিল ১৮১৮.৫০ টাকা। অর্থাৎ একটি সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কমেছে। শুধু দিল্লিতেই নয়, দেশের অন্যান্য শহরেও দাম কমেছে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৯২৭ টাকা থেকে ১৯১১ টাকা হয়েছে। এখানে একটি সিলিন্ডারের দাম  ১৬ টাকা কমানো হয়েছে। মুম্বইয়ে সিলিন্ডারের দাম ১৫ টাকা কমেছে। এখন দাম ১৭৫৬ টাকা।এর আগে ডিসেম্বরে মূল্যস্ফীতির বড় ধাক্কায় বাড়ানো হয় ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। 


দীর্ঘদিন ধরে, 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছে, তবে ১৪ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এটি শুধুমাত্র ১ অগাস্টের দামে পাওয়া যাচ্ছে। দিল্লিতে ৮০৩ টাকায় পাওয়া যাচ্ছে এই সিলিন্ডার। কলকাতায় এর দাম ৮২৯ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।

অন্য দিকে, তেল বিপণন সংস্থাগুলি শুধুমাত্র এলপিজির দামই নয়, মাসের প্রথম দিনে বিমানের জ্বালানী এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দামও সংশোধন করে। এমতাবস্থায় বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি দামের পরিবর্তন হলে সরাসরি প্রভাব পড়বে বিমানযাত্রীদের পকেটে। EPFO ১ জানুয়ারি, 2025-এ পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম কার্যকর করতে পারে৷ এই বড় পরিবর্তনের অধীনে, এখন পেনশনভোগীরা দেশের যে কোনও ব্যাঙ্ক থেকে তাদের পেনশনের পরিমাণ তুলতে পারবেন।
 

POST A COMMENT
Advertisement