Mahindra XUV 7XO Features: হাত নাড়লে খুলবে সানরুফ, কথাতেই কমান্ড, ভারতে লঞ্চ মহিন্দ্রার সুপার স্মার্ট XUV 7XO

Mahindra XUV 7XO Features: ভারতীয় বাজারে এই নতুন SUV-র এক্স-শোরুম শুরুর দাম রাখা হয়েছে ১৩.৬৬ লক্ষ টাকা। মকর সংক্রান্তির দিন, অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে শুরু হবে বুকিং। তার আগেই, ৮ জানুয়ারি থেকে টেস্ট ড্রাইভ পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

Advertisement
হাত নাড়লে খুলবে সানরুফ, কথাতেই কমান্ড, ভারতে লঞ্চ মহিন্দ্রার সুপার স্মার্ট XUV 7XO

Mahindra XUV 7XO Features: চার চাকার গাড়ি আর শুধু যাতায়াতের মাধ্যম নয়, এখন তা একেবারে চলমান গ্যাজেট। বোতাম চাপা, হাত নাড়া কিংবা শুধু একটা কমান্ড—সবেতেই সাড়া দিচ্ছে আধুনিক গাড়ি। এই ট্রেন্ডে আরও এক ধাপ এগিয়ে গেল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। গ্লোবাল প্রিমিয়াম ইভেন্টে সংস্থা আনুষ্ঠানিক ভাবে ভারতের বাজারে লঞ্চ করল তাদের নতুন SUV Mahindra XUV 7XO।

দাম ও বুকিং
ভারতীয় বাজারে এই নতুন SUV-র এক্স-শোরুম শুরুর দাম রাখা হয়েছে ১৩.৬৬ লক্ষ টাকা। মকর সংক্রান্তির দিন, অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে শুরু হবে বুকিং। তার আগেই, ৮ জানুয়ারি থেকে টেস্ট ড্রাইভ পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

XUV700-এর নতুন অধ্যায়
প্রায় পাঁচ বছর আগে লঞ্চ হওয়া XUV700-এরই পরবর্তী জেনারেশন এই XUV 7XO। নাম বদলের পাশাপাশি পুরো গাড়িতেই এসেছে বড়সড় পরিবর্তন। মহিন্দ্রার দাবি, এই SUV-তে এমন কিছু অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (ADAS) রয়েছে, যা এখনও পর্যন্ত ভারতের কোনও পেট্রোল বা ডিজেল গাড়িতে দেখা যায়নি।

একেবারে নতুন ডিজাইন
XUV 7XO-র ডিজাইনে স্পষ্টভাবে ধরা পড়ে মহিন্দ্রার বর্ন-ইলেকট্রিক মডেল XEV 9S ও XEV 9E-র ছোঁয়া। সামনে বুমেরাং স্টাইল DRL, ট্র্যাপেজয়ডাল LED হেডল্যাম্প, নতুন গ্রিল ও হেক্সাগোনাল ডিটেলিং দেওয়া টেলল্যাম্প SUV-টিকে দিয়েছে আধুনিক লুক। সাইড প্রোফাইল আগের মতো হলেও নতুন অ্যালয় হুইল ও পিছনের কানেক্টেড LED টেললাইট গাড়ির চেহারায় আলাদা মাত্রা যোগ করেছে।

কেবিনে প্রযুক্তির ছড়াছড়ি
গাড়ির ভিতরে ঢুকলেই চোখে পড়বে ট্রিপল স্ক্রিন সেটআপ—ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন ও ফ্রন্ট প্যাসেঞ্জারের জন্য আলাদা ডিসপ্লে। রয়েছে নতুন টু-স্পোক স্টিয়ারিং ও টাচ বেসড HVAC কন্ট্রোল।

কমফোর্টের দিক থেকেও XUV 7XO জমাট
প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ফ্রন্ট প্যাসেঞ্জারের জন্য পাওয়ার্ড বস মোড, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং এবং ডলবি অ্যাটমস সহ ১৬-স্পিকার হারম্যান কার্ডন সাউন্ড সিস্টেম।

প্রথমবার গাড়িতে ChatGPT!
মহিন্দ্রার দাবি, ভারতে প্রথমবার কোনও গাড়িতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সাপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে ভেন্যুস্কেপ অডিও ফিচার। সবচেয়ে চমকপ্রদ বিষয়—এই SUV-তে Alexa ও ChatGPT এনেবল্ড কেবিন, যা ভারতীয় বাজারে একেবারেই নতুন।

Advertisement

ইঞ্জিন ও পারফরম্যান্স
ইঞ্জিনের ক্ষেত্রে আগের মতোই ভরসাযোগ্য সেটআপ রেখেছে মহিন্দ্রা।

২.০ লিটার টার্বো পেট্রোল-২০০ বিএইচপি

২.২ লিটার ডিজেল-সর্বোচ্চ ১৮৫ বিএইচপি

দুটো ইঞ্জিনেই মিলবে ৬-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। ডিজেলের টপ ভ্যারিয়েন্টে রয়েছে অল-হুইল ড্রাইভ অপশন।

সেফটির দিকেও কড়া নজর
সেফটির ক্ষেত্রে XUV 7XO একেবারেই আপস করেনি। এতে রয়েছে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ISOFIX সিট অ্যাঙ্কর এবং লেভেল-২ ADAS। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল থেকে অটো ইমার্জেন্সি ব্রেকিং মোট ১৭টি ADAS ফিচার সহ ৭৫-এর বেশি সেফটি ফিচার দেওয়া হয়েছে।

আগের XUV700 গ্লোবাল NCAP-এ ৫-স্টার রেটিং পেয়েছিল। মহিন্দ্রার দাবি, নতুন XUV 7XO-কেও ভারত NCAP-এ একই মানের সেফটির জন্য প্রস্তুত করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement