Changes from December 1: ডিসেম্বরে নতুন নিয়ম, এই পরিষেবা বন্ধ করল SBI, কমল LPG র দামও

New Financial Rules from December 1: বছরের শেষ মাসের শুরুতেই বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ নিয়ম লাগু হচ্ছে। LPG, ব্যাঙ্কের পরিষেবা, বিমান যাত্রা থেকে শুরু করে UPS ডেডলাইন, সব নিয়ম নিয়েই রয়েছে বড় খবর।

Advertisement
ডিসেম্বরে নতুন নিয়ম, এই পরিষেবা বন্ধ করল SBI, কমল LPG র দামও এক নজরে ১ ডিসেম্বর থেকে টাকাপয়সা সংক্রান্ত পরিবর্তনগুলি দেখে নেওয়া যাক। 
হাইলাইটস
  • বছরের শেষ মাসের শুরুতেই বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ নিয়ম লাগু হচ্ছে।
  • LPG, ব্যাঙ্কের পরিষেবা, বিমান যাত্রা থেকে শুরু করে UPS ডেডলাইন, সব নিয়ম নিয়েই রয়েছে বড় খবর।
  • এক নজরে ১ ডিসেম্বর থেকে টাকাপয়সা সংক্রান্ত পরিবর্তনগুলি দেখে নেওয়া যাক। 

New Financial Rules from December 1: বছরের শেষ মাসের শুরুতেই বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ নিয়ম লাগু হচ্ছে। LPG, ব্যাঙ্কের পরিষেবা, বিমান যাত্রা থেকে শুরু করে UPS ডেডলাইন, সব নিয়ম নিয়েই রয়েছে বড় খবর। একদিকে যেমন ১ ডিসেম্বর থেকে তেল বিপণন সংস্থাগুলি কিছু পরিবর্তন আনছে, তেমনই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তাদের একটি জনপ্রিয় পরিষেবা বন্ধ করছে। আসুন এক নজরে ১ ডিসেম্বর থেকে টাকাপয়সা সংক্রান্ত পরিবর্তনগুলি দেখে নেওয়া যাক। 

SBI-এর mCASH সার্ভিস বন্ধ
১ ডিসেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI) তাদের ‘mCASH’ পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফলে গ্রাহকেরা আর এই লিঙ্কের মাধ্যমে পেমেন্ট Claim করতে পারবেন না। লেনদেনের জন্য UPI, IMPS, NEFT এবং RTGS এর মতো পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছে SBI।

mCASH কী? এটি SBI এর একটি ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার পরিষেবা ছিল। এতে অ্যাকাউন্ট নম্বর বা IFSC ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমেই টাকা পাঠানো যেত।

কমল LPG সিলিন্ডারের দাম
कमर्शल LPG सिलेंडर की कीमत दो हजार के पार, 105 रुपये बढ़े दाम - price hike  commercial use lpg cylinder second highest level subsidised gas ntc - AajTak
মাসের শুরতেই এলপিজি গ্যাস নিয়ে বড় ঘোষণা। বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দাম কমিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। দিল্লি ও কলকাতায় কমেছে ১০ টাকা, মুম্বই ও চেন্নাইয়ে ১১ টাকা করে। নতুন দাম ১ ডিসেম্বর থেকে লাগু হচ্ছে। তবে বাড়ির লাল সিলিন্ডারের জন্য এটি প্রযোজ্য নয়। তবে এই বড় নীল সিলিন্ডারের দাম কমাটা যাঁরা রেস্তোরাঁ, ক্যাটারিং জাতীয় কাজের সঙ্গে জড়িত, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। 

বিমান যাত্রার খরচ বাড়ছে
প্রতি মাসের শুরুতেই এয়ার টারবাইন ফুয়েল, অর্থাৎ প্লেনের জ্বালানির দামের কারেকশন হয়। সেই মতোই ১ ডিসেম্বর ফের দাম সংশোধিত হল। ১ ডিসেম্বর থেকে ATF এর দাম বেড়ে গিয়েছে। দিল্লিতে দাম পৌঁছেছে ৯৯,৬৭৬.৭৭ টাকা প্রতি কিলোলিটার, মুম্বইয়ে ৯৩,২৮১.০৪ টাকা, চেন্নাইয়ে ১,০৩,৩০১.৮০ টাকা এবং কলকাতায় ১,০২,৩৭১.০২ টাকা। ফলে বিমানের টিকিটের দাম বাড়ারও সম্ভাবনা প্রবল।

Advertisement

ডিসেম্বরে ব্যাঙ্কে অনেক ছুটি
নতুন মাসে মোট ১৭ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে বহুদিনই বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখাগুলি। তাই কাজ থাকলে আগেভাগে জেনে নিয়ে তবেই ব্যাঙ্কে যান।

গুরুত্বপূর্ণ ডেডলাইন
ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) চ্যুজ করার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। সেই ডেডলাইন আর বাড়ানো হয়নি। পেনশনগ্রাহকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমাও শেষ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আর ডেডলাইন বাড়ানোর সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। 

POST A COMMENT
Advertisement